Logo

সারাদেশ

থানচি

বাংলাদেশের খবরে সংবাদের পর অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

Icon

সোহেল কান্তি নাথ, বান্দরবান

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ২১:৫০

আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫, ২২:০০

বাংলাদেশের খবরে সংবাদের পর অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশের খবরে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে বান্দরবানের থানচিতে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত দুই লাখ টাকা জরিমানা করেছেন। এ সময় ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

রোববার (১৪ ডিসেম্বর) বিকালে উপজেলার হেডম্যান পাড়ায় এ অভিযান পরিচালনা করেন থানচির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশিত খবরে উল্লেখ ছিল, থানচি সদর এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধভাবে ইটভাটাটি পরিচালনা করছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আনিছুর রহমান সুজন। রোববার (১৪ ডিসেম্বর) বাংলাদেশের খবরে ‘থানচিতে প্রশাসনের নাকের ডগায় অবৈধ ইটভাটা, পরিবেশ বিপন্ন’ শিরোনামে সংবাদ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান শুরু হয়।

বিকালের অভিযানে হেডম্যান পাড়ায় ‘এসবিএম ব্রিকস’ নামের ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়। পরিবেশ ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে ইটভাটা চালিয়ে রাখায় সাবেক ফ্যাসিলিটেটর (স্থানীয় আনসার কর্মকর্তা) ও আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান সুজনের বিরুদ্ধে দুই লাখ টাকা জরিমানা গুনতে হয়।

এ বিষয়ে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল জানান, দীর্ঘদিন ধরে পরিবেশগত ছাড়পত্র ও অনুমোদন ছাড়াই হেডম্যান পাড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সাবেক পলাতক আনিছুর রহমান সুজন তার স্বজনদের মাধ্যমে ইটভাটাটি চালাচ্ছিলেন। এতে এলাকার লোকজন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। পাশাপাশি, কাছাকাছি একটি ঝরনার পানি দূষিত হওয়া এবং তার স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার মতো পরিবেশগত ক্ষতি হচ্ছিল।

ইউএনও আরও জানান, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। ভবিষ্যতে কেউ অবৈধভাবে ইটভাটা স্থাপন বা পরিচালনা করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

উচ্ছেদ অভিযান জরিমানা ভ্রাম্যমাণ আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর