সমালোচনার মুখে পোশাক বিষয়ক ‘আলোচনা’ প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১২:৩২
আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১৭:৪৭

বাংলাদেশ ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অফিস সময়ে ‘পেশাদার ও মার্জিত পোশাক পরিধানের পরামর্শ’ বিষয়ে সম্প্রতি কিছু বিভাগীয় সভায় আলোচনা হয়েছিল বলে বিবৃতিতে জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয়। এতে বলা হয়, এ বিষয়ে কোনো সার্কুলার জারি করা হয়নি। গভর্নরের নির্দেশনায় আলোচনাটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন খান বলেন, সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় ব্যাংকের বিভিন্ন বিভাগে আয়োজিত সভায় অফিস সময়ের পোশাকের ধরন নিয়ে আলোচনা হয়। সেখানে কেবল একটি প্রস্তাব ছিল— কর্মীদের পেশাদার ও মার্জিত পোশাকে অভ্যস্ত করতে পরামর্শ দেওয়া যেতে পারে। কিন্তু এটি কোনো নীতিগত সিদ্ধান্ত ছিল না। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো সার্কুলারও জারি করা হয়নি।
এদিকে বিষয়টি সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ার পর বিদেশে অবস্থানরত গভর্নর আব্দুর রউফ তালুকদারের নজরে এলে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তার স্পষ্ট নির্দেশনার পরই আলোচনা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকের মুখপাত্র আরও বলেন, আমাদের বিভিন্ন বয়সের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পোশাকের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এ বাস্তবতা ও দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান জানিয়েই বাংলাদেশ ব্যাংক কোনো বাধ্যবাধকতা আরোপ করেনি এবং ভবিষ্যতেও এমন কোনো উদ্যোগ গ্রহণের পরিকল্পনা নেই।
গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কয়েকটি অভ্যন্তরীণ বৈঠকে বিশেষ করে নারী কর্মীদের ‘সততা ও সৌজন্যপূর্ণ পোশাক’ পরিধানের ওপর গুরুত্বারোপ করার আলোচনা উঠে আসে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়।
সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার পর বিষয়টি বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। শেষ পর্যন্ত বিষয়টিকে গুরুত্বসহকারে বিবেচনা করে এ ধরনের আলোচনা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিল বাংলাদেশ ব্যাংক।
এএইচএস/এমবি/এইচকে