উপদেষ্টা রিজওয়ানার কাছে ক্ষমা চেয়ে যা বললেন স্বাধীন খসরু

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৮:৩২
পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের পর অবশেষে ক্ষমা চেয়েছেন ছোটপর্দার অভিনেতা স্বাধীন খসরু।
শনিবার (২২ আগস্ট) রাতে ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ক্ষমা প্রার্থনা করেন।
পোস্টে স্বাধীন খসরু লিখেছেন, ‘গতকাল আমার ছোট একটি ভিডিও পোস্ট করা নিয়ে অনেক আলোচনা, সমালোচনার উত্তাপ ছড়াচ্ছে। এখানে কোন নারী কেন, নারী পুরুষ বলে কোন কথা না, সমগ্র মানব জাতিকে সম্মান করি।’
তিনি আরও লিখেছেন, ‘কাউকে আঘাত বা আক্রমণ করার বিন্দুমাত্র ইচ্ছে বা উদ্দেশ্য ছিল না। এটা ছিল গত কয়েকদিন থেকে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে জমে ওঠা আমার একান্তই ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র!’
‘তাতে যদি কেউ মনঃকষ্ট বা আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিক ভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। সবাই ভালো থাকুন। মানুষ এবং মানবতার জয় হোক। স্বাধীন খসরু।’
টিভি নাটকে এক সময়ের জনপ্রিয় মুখ ছিলেন স্বাধীন খসরু। হুমায়ূন আহমেদের অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শক মহলে পরিচিতি পান। তবে বেশ কয়েক বছর ধরে অভিনয় থেকে দূরে আছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এই অভিনেতা।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন স্বাধীন খসরু। সেখানে তিনি সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ভিডিওটি প্রকাশের পর নাট্যজগত থেকে শুরু করে সাধারণ নেটিজেনদের মধ্যেও বিস্ময় ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। শিল্পীদের অনেকেই এর তীব্র প্রতিবাদ জানান।
এমবি/এমএমআর/এএইচকে