-68c2e2e90ac5b.png)
মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিত্তভ্রম’ (Black Out)-এর শুটিং শেষ হয়েছে। চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নির্মাতা পুলক রাজ।
তিনি জানান, রহস্যময়তা ও মানসিক উত্তেজনার দৃশ্যগুলো ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছেন।
চলচ্চিত্রটির ডিওপি ও সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের শিক্ষার্থী ইমরুল হাসান বলেন, প্রতিটি ফ্রেমে আলো, ছায়া ও প্রতীকী ভাষার মাধ্যমে চরিত্রের মানসিক অবস্থা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
‘জবা’ চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা হোসেন দোয়েল। তিনি বলেন, জবা একটি জটিল চরিত্র। তার ভেতরে দুঃখ, টানাপোড়েন ও টিকে থাকার লড়াই রয়েছে। চরিত্রটিতে ডুবে গিয়ে অভিনয় করতে হয়েছে, যা আমার জন্য ভিন্ন অভিজ্ঞতা।
মওলার স্ত্রী ‘হৈম’ চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ। তার ভাষ্য, চিত্তভ্রম কেবল একটি সিনেমা নয়— এটি মানুষের ভেতরের অন্ধকার ও আলোর লড়াইকে একসাথে তুলে ধরে। আমি বিশ্বাস করি, এই চলচ্চিত্র আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
প্রধান চরিত্র ‘মওলা’-র ভূমিকায় ছিলেন শ্যামল মওলা। তিনি বলেন, মওলার চরিত্র মানসিকভাবে বেশ চ্যালেঞ্জিং ছিল। প্রতিটি দৃশ্যে তার ভেতরের দ্বন্দ্ব, অপরাধবোধ ও পাপের ভয় প্রকাশ করতে হয়েছে। দর্শকরা রাজের মানসিক ভ্রমে জড়িয়ে পড়বেন।
এছাড়া চলচ্চিত্রে অভিনয় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।
নির্মাতা জানান, শুটিং শেষে ইতোমধ্যেই পোস্ট-প্রোডাকশন কাজ শুরু হয়েছে। তিনি আশা করছেন, সম্পন্ন হলে ‘চিত্তভ্রম’ দর্শকদের জন্য ভিন্নমাত্রার অভিজ্ঞতা বয়ে আনবে।