গ্রিনপিক : পাহাড়, ঝরনা, মেঘের রাজ্যে মুঠোভর্তি প্রশান্তি

ড. সি সাজ্জাদ
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৭:৫৩

বান্দরবানে পাহাড়ের বুকে ‘গ্রিনপিক রিসোর্ট’
শহরের কোলাহল, ব্যস্ততা আর চাপ থেকে মুক্তি পেতে চান? কয়েকদিনের জন্য হারিয়ে যেতে চান পাহাড়, সবুজ আর মেঘের রাজ্যে? তাহলে বান্দরবানে পাহাড়ের মাঝে দাঁড়িয়ে থাকা ‘গ্রিনপিক রিসোর্ট’ হতে পারে আপনার প্রথম পছন্দ।
পাহাড়ের কোলে এক বিলাসবহুল আশ্রয়
বান্দরবান মানেই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, উপজাতিদের জীবনযাত্রা, অবারিত সবুজ আর মেঘমালা। এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই গ্রিনপিক রিসোর্ট যেন এক টুকরো স্বর্গ। আধুনিক সব সুযোগ-সুবিধাসহ বিলাসবহুল হিল ভিউ কটেজ, পাহাড়ের চূড়ায় ইনফিনিটি পুল আর স্থানীয় স্বাদের খাবার— সব মিলিয়ে এ যেন ভ্রমণপিপাসুদের জন্য অনন্য অভিজ্ঞতার আয়োজন।
ইনফিনিটি পুলে প্রকৃতির জাদু
গ্রিনপিকের সবচেয়ে আকর্ষণীয় অংশ এর ইনফিনিটি পুল। পাহাড়ের বুকে দাঁড়িয়ে জঙ্গলের শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখতে দেখতে জলে ভেসে থাকার আনন্দ সত্যিই অন্যরকম। পরিবার বা বন্ধুদের সঙ্গে এখানে কাটানো সময় জমা হতে পারে মুগ্ধতা মোড়ানো অনন্য স্মৃতির পাতায়।
পাহাড়ি খাবারের স্বাদ
রিসোর্টটির খাবারে আছে পাহাড়ি বৈচিত্র্য। বিশেষ পদ ব্যাম্বু চিকেন। সুস্বাদু মুরগি বাঁশের ভেতরে ভরে রান্না করা হয় কাঠ-কয়লার আগুনে। তেলমুক্ত, পুষ্টিকর এই তরকারি পরিবেশিত হয় বাটার রাইসের সঙ্গে।
এছাড়াও রয়েছে সুস্বাদু সব ভর্তা— বেগুন ভর্তা, সরিষার তেলে মাখানো আলু, কাঁচামরিচ, ভাজা মাছসহ নানা পদ। একবার খেলে মুখে স্বাদ লেগে রবে দীর্ঘ সময়ের জন্য।
কেন গ্রিনপিক?
পাহাড়ি প্রকৃতির মাঝেই আধুনিক বিলাসিতা,
ইনফিনিটি পুল থেকে মনোমুগ্ধকর দৃশ্য,
হিল ভিউ কটেজে থাকার অনন্য অভিজ্ঞতা,
স্থানীয় খাবারের বৈচিত্র্য ও স্বাদ,
পরিবার ও বন্ধুদের নিয়ে স্মৃতির পাতায় বাঁধাই করার মতো মুহূর্ত কাটানোর সুযোগ।
বুকিং তথ্য ও অবস্থান
গ্রিনপিক রিসোর্ট, টিটিসির বিপরীতে মেঘলা, বান্দরবান।
- এমডিএ/এইচেক