Logo

আন্তর্জাতিক

সুশীলা কারকি দায়িত্ব নেওয়ার পরে নেপালের সর্বশেষ পরিস্থিতি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৯

সুশীলা কারকি দায়িত্ব নেওয়ার পরে নেপালের সর্বশেষ পরিস্থিতি

জেন-জি বিক্ষোভের পর রাজনৈতিক পালাবদলের মধ্যে নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন নতুন প্রধানমন্ত্রী সুশীলা কারকি। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে শপথ নেওয়ার পর শনিবার থেকেই তিনি দায়িত্ব পালন শুরু করেন। দায়িত্ব নেওয়ার পরই তিনি বিক্ষোভে আহতদের খোঁজখবর নেন এবং প্রশাসনিক কাজে মনোনিবেশ করেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী কারকি ন্যাশনাল ট্রমা সেন্টার ও সিভিল সার্ভিস হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহতদের সঙ্গে দেখা করেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি চিকিৎসার মান ও আহতদের অবস্থা সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি বিক্ষোভে ক্ষতিগ্রস্ত দপ্তরগুলোর কার্যক্রম সচল করতে পুরনো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসবাবপত্র ও সরঞ্জাম সরিয়ে নেওয়ার কাজও শুরু হয়েছে। সিংহ দরবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় তার নতুন কার্যালয় গড়ে তোলা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য নির্মিত নতুন ভবনে।

দেশে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে কারফিউ ও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে অধিকাংশ এলাকায়। তবে রাজধানী কাঠমান্ডুর সিংহ দরবার, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর বাসভবন, রাষ্ট্রপতির কার্যালয়সহ ছয়টি এলাকায় এখনও সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ রয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, পাঁচ দিন বন্ধ থাকার পর শনিবার থেকে কাঠমান্ডুতে গণপরিবহন পুনরায় চালু হয়েছে। ট্রাফিক পুলিশ জানিয়েছে, বাস, ট্যাক্সি ও সরকারি যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। সন্ধ্যা থেকে জেলার বাইরের রুটেও যান চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত হয়েছে।

নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশ্ব নেতারা তাকে অভিনন্দন জানিয়েছেন।

অন্যদিকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো নেপালের অন্তর্বর্তী সরকারকে আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। 

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নেপাল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর