Logo

আইন ও বিচার

জুলাইয়ের অপরাধীদের বিচারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অ্যাটর্নি জেনারেল

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১৫:০৭

জুলাইয়ের অপরাধীদের বিচারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহের শৈলকুপায় অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। ছবি : বাংলাদেশের খবর

গত বছর জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান প্রতিহত করতে (আওয়ামী লীগ সরকারের পক্ষ নিয়ে) যারা অপরাধে জড়িয়েছিল, তাদের বিচার করতে অন্তর্বর্তীকালীন সরকার জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় জিয়া সাইবার ফোর্স আয়োজিত আলোচনা সভা শেষে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘নির্বাচন ও বিচারের ব্যাপারে সরকার সঠিক পথে এগিয়ে যাচ্ছে। সেই পথে অনেক মতবাদ, মতপার্থক্য থাকবে, তা কীভাবে মোকাবিলা করতে হবে, তা সরকার ভালোভাবেই জানে। সুতরাং বিচলিত হওয়ার কিছু নেই, হতাশ হওয়ারও কিছু নেই।’

তিনি আরও বলেন, ‘জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ১৭-১৮ বছর পর দেশের মানুষ ভোট দেওয়ার স্বাদ পাবে। সেই ভোটাধিকার ফিরিয়ে দিতে এই সরকারের সমস্ত শক্তি নিরলসভাবে, নিদ্রাহীনভাবে কাজ করে যাচ্ছে। এই নির্বাচন নিয়ে অনেক কথা শুনবেন, কিন্তু যত বাধাই আসুক, বর্তমান সরকার তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে।’

শৈলকুপা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম বাপ্পি। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হারুন অর রশীদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন মাহবুবুর রহমান প্রমুখ।

এম বুরহান উদ্দীন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর