Login বুধবার, ২১ মে ২০২৫
Logo Logo
লাইভ ই-পেপার আর্কাইভ কনভার্টার
Logo
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলা
  • মতামত
  • রাজধানী
  • জীবনানন্দ
  • ধর্ম
  • ভিডিও

ভিডিও

আর্কাইভ

সব বিভাগ

বাংলা কনভার্টার

সোশ্যাল মিডিয়া

লাইফস্টাইল

বুটকাট আর বেল বটম জিন্স কীভাবে পরলে ভালো লাগবে?

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৮

অ

বুটকাট আর বেল বটম জিন্স কীভাবে পরলে ভালো লাগবে?

দেড়শো বছর আগে আমেরিকার কাউবয়দের উঁচু বুটকে জায়গা দিতে জিন্সের ঘের বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল জার্মান-আমেরিকান জিন্স প্রস্তুতকারক লেভি স্ট্রস। বুটের জন্য জিন্সের কাটের এই বদল। তাই নাম হয়েছিল ‘বুটকাট’। সেই জিন্স আমেরিকার কাউবয়রা তো পরতেনই, উনিশ শতকে দেখা গেল আমেরিকার নাবিকেরাও অনেকটা একই ধরনের কাটের প্যান্ট পরতে শুরু করেছেন।

হাঁটু পর্যন্ত আঁটসাঁট এবং হাঁটুর তলা থেকে প্যান্টের ঘের খানিকটা ছড়ানো। তবে নাবিকেরা সেই নকশায় আরও একটু বদল এনে ঘের একটু বেশি বাড়িয়ে নিলেন। নতুন কাটের প্যান্টের নাম দেওয়া হল ‘বেল বটম’। আমেরিকার নাবিকদের তখনও তেমন কড়া পোশাকবিধি ছিল না। পোশাক নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে পারতেন তারা। সেই সব ‘পরীক্ষা’ ফ্যাশন হিসেবে অনুপ্রেরণাও দিত সাধারণ মানুষকে। উনিশ শতকের এমন বহু ফ্যাশনই আমেরিকান নাবিকদের ফ্যাশন থেকে অনুপ্রাণিত। সেভাবেই বুটকাট এবং বেল বটমও হয়ে উঠল সাধারণের ফ্যাশন। এটি জনপ্রিয় হয়ে ওঠে ষাট বা সত্তরের দশকের হিপি বা বিট প্রজন্মের আন্দোলনের সময়।

Walton

পরবর্তী কালে হলিউড তো বটেই, বলিউডের ফ্যাশনকেও প্রভাবিত করেছে বুটকাট-বেল বটম প্যান্ট। বলিউডে অমিতাভ বচ্চন, রাজেশ খন্নারা বেল বটম প্যান্ট পরেছেন। আবার পরবর্তী কালে শাহরুখ খান-সলমন খানকেও পরতে দেখা গিয়েছে বেল বটম। ২০০০ সালে বলিউডে নতুন করে ঝড় তুলেছিল বুটকাট এবং বেল বটম। কিন্তু মাঝের কয়েক বছর হঠাৎই সেই ফ্যাশন উধাও হয়ে গিয়েছিল। বদলে জনপ্রিয়তা বেড়েছিল স্কিনটাইট, ট্যাপার্ড ফিট জিন্সের। কিন্তু নতুন ট্রেন্ড বলছে, সেই ফ্যাশন আবার এসেছে ফিরে।

আন্তর্জাতিক ফ্যাশন জগতে তো বটেই, বলিউডেও আবার একটু একটু করে ফিরছে বুটকাট-বেল বটম। আলিয়া ভট্ট, জাহ্নবী কপূর, অনন্যা পান্ডেরা তো পরছেনই, রণবীর সিংহ, রাজকুমার রাও, বিজয় বর্মা, শাহরুখ, সলমনও পরছেন। ফ্যাশনের সেই নতুন ধারা বা ট্রেন্ড অনুসরণ করে আপনিও যদি বেলবটম পরতে চান, তবে কীভাবে পরবেন?

১। ফিট যেন ভালো হয় : ভালো ফিটের জিন্স না হলে পুরো সাজই কিন্তু মাঠে মারা যাবে।

২। গায়ের আদল বোঝা যাবে না, এমন শার্ট বা টপ না পরা : আঁটসাঁট পোশাক পরতেই হবে, তা কিন্তু নয়। তবে যেহেতু প্যান্টের অনেকটা অংশই ছড়ানো, তাই সঙ্গের জামায় বাকি ভারসম্য রক্ষা করতে হবে। এমন কোনো পোশাক পরুন, যা শরীরের ছাঁদকে স্পষ্ট করে। খুব ঢলঢলে, শরীরের ছাঁদ বোঝা যাচ্ছে না, এমন পোশাক না পরাই ভাল। ছেলেরা ওভার সাইজ়ড টিশার্ট পরতেই পারেন। যে হেতু টিশার্টের কাপড় নরম হয় এবং তা শরীরের সঙ্গে লেগে থাকে, তাই খারাপ লাগবে না।

৩। পোশাকের একাধিক স্তর : ওভারসাইজ টিশার্টের উপর পরে নিতে পারেন ফিটেড জ্যাকেট। মেয়েরা লম্বাটে টিশার্টের উপর ক্রপ্‌ড জ্যাকেট পরতে পারেন। অথবা এমন কোনো শ্রাগ পরুন, যা খুব একটা ঢিলে নয়।

৪। জুতোয় নজর : যে হেতু প্যান্টের ঘের বেশি, তাই এমন জুতো পরুন, যা নজরে পড়ে। হাই অ্যাঙ্কল বুট কিংবা স্নিকার্স বুটকাট বা বেল বটম প্যান্টের সঙ্গে ভাল লাগে।

সূত্র : আনন্দবাজার

  • এমজে

সম্পর্কিত

ভিডিও

পঠিত

মন্তব্য করুন

Ad
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সব খবর

সব খবর

লাইফস্টাইল

Logo Logo

সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন

ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন

প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর

আমাদের কথা আমরা যোগাযোগ শর্তাবলি ও নীতিমালা গোপনীয়তা নীতি বিজ্ঞাপন মূল্য তালিকা সোশ্যাল মিডিয়া পুরোনো সাইট

২০২৫ বাংলাদেশের খবর কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: প্লট নং-৩১৪/এ, রোড-১৮, ব্লক-ই, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ৫৫০৩৬৪৫৬-৭, ৫৫০৩৬৪৫৮ ফ্যাক্স : ৮৪৩১০৯৩ সার্কুলেশন: ০১৮৪৭-৪২১১৫২ বিজ্ঞাপন : ০১৮৪৭-০৯১১৩১, ০১৭৩০-৭৯৩৪৭৮, ০১৮৪৭-৪২১১৫৩, ০১৩২২-৯১০৪২২ Email: newsbnel@gmail.com, বিজ্ঞাপন: bkhaboradvt2021@gmail.com