বিচ্ছেদের পর প্রেমিক বা প্রেমিকার উপহার কী করবেন

ফিচার ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১০:৫৮

জীবন মানেই প্রেম ও বিচ্ছেদ। সঙ্গীকে ভুলতে এখনকার দিনে অনেকেই প্রাক্তনকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দেন। কিন্তু তাতেও কি সব স্মৃতি ভোলা যায়? প্রেমিকের দেওয়া উপহার বারবার মনে করিয়ে দেয় একসঙ্গে কাটানো সময়ের কথা।
সেই কষ্ট সামাল দিতে অভিনব উদ্যোগ নিয়ে এলো জনপ্রিয় ডেটিং অ্যাপ টিন্ডার (Tinder)।
সম্প্রতি টিন্ডার চালু করেছে এক অভিনব ট্রাক—‘Ex-Press Disposal Truck’। ট্রাকটির এক পাশে লেখা রয়েছে ‘Caution: Emotional Baggage Inside’।
বড় বড় শহরে ঘুরে বেড়ানো এ ট্রাকে প্রাক্তনের দেওয়া উপহার জমা দিতে পারেন ইচ্ছুকরা। প্রেমিক বা প্রেমিকার দেওয়া যেসব উপহার আর হৃদয়ে শান্তি আনে না, সেগুলো নির্দ্বিধায় ফেলে দেওয়া যাবে এখানে।
টিন্ডার এমন উদ্যোগ নিয়েছে, যাতে বিচ্ছেদের পর আবেগের ভার কিছুটা হলেও কমানো যায়। বহু বাসিন্দা ইতোমধ্যেই এই ট্রাকে রেখে গেছেন পুরোনো উপহার।
সোশ্যাল মিডিয়াতেও এ আইডিয়া দারুণ সাড়া ফেলেছে। কেউ কেউ মজা করে মন্তব্য করেছেন, ‘আমার প্রাক্তন তো কিছুই দেননি।’
আবার কেউ লিখেছেন, ‘এরকম একটা ট্রাক যেন আমাদের এলাকাতেও আসে।’ কেউ কেউ প্রশ্ন তুলেছেন—উপহার ফেলে দিলেই কি মন থেকে স্মৃতি মোছা যায়?
টিন্ডারের এ উদ্যোগের প্রশংসা করেছেন নেটিজেনরা। তাদের মতে, বিচ্ছেদের আবেগ সামলাতে এটি এক সাহসী ও অভিনব পদ্ধতি। প্রেমের শেষের ভার ঝেড়ে ফেলে নতুন করে এগিয়ে চলার পথ দেখাচ্ছে এ ট্রাক।
এমজে