Logo

লাইফস্টাইল

বৃষ্টিতে গাড়ির বড় ক্ষতি এড়াতে কী কী করবেন

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৬:০০

বৃষ্টিতে গাড়ির বড় ক্ষতি এড়াতে কী কী করবেন

ছবি : সংগৃহীত

বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি এবং জলাবদ্ধতা শহরসহ বিভিন্ন স্থানের রাস্তায় স্বাভাবিক যাতায়াতকে যেমন ব্যাহত করে, তেমনি গাড়ির জন্যও সৃষ্টি করে বড় ধরনের ক্ষতির আশঙ্কা। অল্প সচেতনতা ও কিছু সহজ প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারলে নিজের প্রিয় যানটিকে রক্ষা করতে পারেন জটিল যান্ত্রিক বিপর্যয় থেকে।

বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির পানি সরাসরি গাড়ির ইঞ্জিন, ব্রেকিং সিস্টেম এবং ইলেকট্রিক কনফিগারেশনে আঘাত হানতে পারে। 

এজন্য আগে থেকে কিছু প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক। এতে গাড়িকে সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব। আসুন জেনে নেওয়া যাক বৃষ্টিতে গাড়ির সম্ভাব্য ক্ষতি এড়াতে কী কী করবেন-

জলাবদ্ধ এলাকা এড়িয়ে চলুন:

জলমগ্ন রাস্তায় গাড়ি চালানো সবচেয়ে বড় ঝুঁকি। পানি ইঞ্জিন বা এক্সজস্ট পাইপে ঢুকে গিয়ে বড় ধরণের ক্ষতির কারণ হতে পারে। প্রয়োজনে বিকল্প রাস্তায় যান।

গাড়ির ওয়াইপার ও হেডলাইট ঠিক আছে কিনা তা পরীক্ষা করুন:

বৃষ্টির সময় পরিষ্কার দৃষ্টির জন্য কার্যকর ওয়াইপার অপরিহার্য। হেডলাইট ও ব্রেকলাইট ভালোভাবে কাজ করছে কিনা তা আগেই নিশ্চিত করুন।

ইঞ্জিন বন্ধ রাখুন যদি পানি ঢুকে যায়:

যদি পানি গাড়ির বোনেটে ওঠে যায়, তাহলে ইঞ্জিন স্টার্ট করা বিপজ্জনক। এতে পানি ইঞ্জিনে ঢুকে গিয়ে ‘হাইড্রোলিক লক’ হতে পারে, যা ইঞ্জিনকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।

ব্রেক চেক করুন:

বৃষ্টির পরপরই ব্রেক কার্যকর আছে কিনা পরীক্ষা করে নিতে হবে। কখনো কখনো ভেজা ব্রেকপ্যাড ঠিকভাবে কাজ না করতে পারে। ধীরে চালিয়ে কয়েকবার ব্রেক চেপে শুকিয়ে নিতে পারেন।

গাড়ির নিচের অংশ ওয়াশ করুন:

বৃষ্টির পানি ও কাদামাটি গাড়ির নিচের অংশে আটকে গিয়ে ধীরে ধীরে সেই অংশে মরিচা ধরাতে পারে। তাই প্রতি সপ্তাহে একবার গাড়ির আন্ডারওয়াশ করানো নিরাপদ।

টায়ারের গ্রিপ ঠিক আছে কিনা খেয়াল করুন:

টায়ারে যথেষ্ট ট্র্যাকশন না থাকলে স্লিপ করে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। পুরনো ও মসৃণ টায়ার বৃষ্টির সময় বদলে ফেলা জরুরি।

ইনস্যুরেন্স কভারেজ রিভিউ করুন:

বৃষ্টিজনিত ক্ষতির জন্য ইনস্যুরেন্স কাভার করে কিনা তা দেখে নিন। প্রয়োজন হলে অতিরিক্ত কাভারেজ নিন।

এছাড়া বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে ঝুঁকি এড়াতে সাবধানতাই হতে পারে জানমালের নিরাপত্তাসহ গাড়ির ব্যয়বহুল ক্ষতি এড়ানোর একমাত্র চাবিকাঠি।

/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঝড় ও বৃষ্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর