টাকার অভাবে হাভার্ডে ভর্তি হতে পারেননি নীতা আম্বানী

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৬

ছবি : সংগৃহীত
বিশ্বখ্যাত রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানী সম্প্রতি হাভার্ড ইন্ডিয়া কনফারেন্স ২০২৫-এ অংশ নিয়ে নিজের শৈশবের স্বপ্ন পূরণ নিয়ে কথা বলেছেন। তার মতে, অর্থকষ্টের কারণে শৈশবে উচ্চশিক্ষার জন্য হাভার্ডে ভর্তি হতে পারেননি তিনি। তবে সেই শৈশবের স্বপ্নকে বাস্তবায়ন করতে গিয়ে আজ নিজেই সেখানে বক্তব্য রাখছেন।
নীতা আম্বানী বলেন, ‘‘আজ সকালে আমার মা ফোন করে দুই পুত্রবধূ শ্লোকা ও রাধিকাকে বলেন, ‘যখন নীতার বয়স কম ছিল, তখন ওর খুব ইচ্ছা ছিল হাভার্ডে পড়ার, কিন্তু অর্থের অভাবে তা সম্ভব হয়নি। আজ সে হাভার্ডে বক্তব্য রাখছে।’ আমি ধন্যবাদ জানাতে চাই আমার মাকে, যিনি আজ আমাকে খুশি করেছেন।’
অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার স্বামী মুকেশ আম্বানী সম্পর্কে নীতা আম্বানীএক মজার মন্তব্য করেন, ‘আমি মনে করি প্রধানমন্ত্রী মোদীজি দেশের জন্য ভালো, আর আমার স্বামী মুকেশ আমার পরিবারের জন্য ভালো।’’
উল্লেখ্য, বিশ্বখ্যাত ধীরুভাই আম্বানী ইন্টারন্যাশনাল স্কুলসহ ১৫টি স্কুল পরিচালনার দায়িত্বে রয়েছেন নীতা আম্বানী।
এটিআর/