Logo

গণমাধ্যম

নির্বাচনই একমাত্র সমাধান : আবু সাঈদ খান

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২১:৫৩

নির্বাচনই একমাত্র সমাধান : আবু সাঈদ খান

আবু সাঈদ খান। ছবি : সংগৃহীত

বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান বলেছেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।’ তার মতে, আগামী জুনের মধ্যেই নির্বাচন হবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনাও রয়েছে।

শনিবার (১২ জুলাই) একটি বেসরকারি টেলিভিশনের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আবু সাঈদ খান বলেন, ‘নির্বাচনই একমাত্র সমাধান। কোনো টালবাহানা বা যুক্তিতে এটি পিছিয়ে যেতে পারে। তবে জুনের মধ্যে নির্বাচন হতেই হবে।’

নির্বাচন হতেই হবে— এটি কে বাধ্য করবে?—এমন প্রশ্নে তিনি বলেন, ‘জনাকাঙ্ক্ষা হচ্ছে নির্বাচন। বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি এবং প্রায় সব রাজনৈতিক দল নির্বাচন চায়। জামায়াত ও এনসিপি বলছে, আগে সংস্কার, পরে নির্বাচন। তবে তারা চাপ তৈরির কৌশল হিসেবেই এটি বলছে, দাবি আদায়ের কৌশল হিসেবে।’

তিনি আরও বলেন, ‘সরকারের ভেতরে আগে কিছু উপদেষ্টা বলতেন, সবাই নাকি চায় সরকার চার-পাঁচ বছর ক্ষমতায় থাকুক। এখন আর সে ধরনের কথা শোনা যাচ্ছে না। তবে সরকারের ভেতরে সরকার থাকতে পারে, ঘরের ভেতরে ঘর থাকে। কিছু মানুষের ভেতরে হয়তো আকাঙ্ক্ষা কাজ করতে পারে— সরকার আরও সময় ক্ষমতায় থাকতে পারে কি না। কিন্তু বাস্তবতা বলছে, সেটা সম্ভব নয়।’

বিএনপির বর্তমান অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি এখন নির্বাচনমুখী। তারা সরকারকে সহযোগিতা করছে, কারণ একটি নির্বাচনে যেতে চায়। সরকার প্রতিশ্রুতি দিয়েছে, ড. মুহাম্মদ ইউনূসও সেই প্রতিশ্রুতি দিয়েছেন। লন্ডনের বৈঠকের পর হয়তো বিএনপির ভেতরে বিশ্বাস জন্মেছে— এই সরকার নির্বাচনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।’

তবে তিনি সতর্ক করে বলেন, ‘সরকার বা রাষ্ট্রযন্ত্রের ভেতরে অন্য কোনো খেলা থাকতে পারে। তবে সেই খেলা খুব দুর্বল হবে এবং বাস্তবে কার্যকর হবে না। তাছাড়া, সরকারের নিজস্ব কোনো দল নেই, তাই নির্বাচন হলে ভালো নির্বাচনই হবে।’

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন আবু সাঈদ খান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর