সাড়ে ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মেট্রোরেলে উত্তরা ছাড়লেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ২০:০৬
-687f9c641ef68.jpg)
ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের ক্ষোভের মুখে প্রায় সাড়ে ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর কলেজ ত্যাগ করেছেন দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারা মেট্রোরেল ব্যবহার করে উত্তরা ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন এডিশনাল ডিআইজি মো. মুহিদুল ইসলাম। তিনি জানিয়েছেন, রাত ৭টা ৩৮ মিনিটে উপদেষ্টারা কলেজ ত্যাগ করে মেট্রোরেল ডিপোতে প্রবেশ করেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পরিদর্শনে যান। ঘটনাস্থলে পৌঁছানোর পর শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে পড়েন তারা।
বিকেল পৌনে ৪টার দিকে তারা বের হওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্লোগান দিয়ে তাদের অবরুদ্ধ করে রাখে। বাধ্য হয়ে উপদেষ্টারা আবার কলেজ ভবনে ফিরে যান।
এই পরিস্থিতিতে উপদেষ্টারা কলেজে আছেন, না কি নিরাপদে বেরিয়ে গেছেন—তা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। সন্ধ্যা ৬টার দিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা উপদেষ্টাদের খুঁজে পাচ্ছে না। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের ডিসি ও অতিরিক্ত ডিআইজি মো. মুহিদুল ইসলাম বলেছিলেন, ‘আমিই তো ওনাদের পাচ্ছি না!’—এই মন্তব্য করার সময় তিনি হেসেও ফেলেন।
এদিকে তখনও উপদেষ্টাদের বহনকারী তিনটি গাড়ি মাইলস্টোন গার্লস ক্যাম্পাসের ভেতরে পার্ক করা অবস্থায় দেখা যায়, যার ফলে ধারণা করা হচ্ছিল তারা তখনও ক্যাম্পাসেই অবস্থান করছেন।
এই দীর্ঘ অবরুদ্ধ পরিস্থিতির মধ্যে কলেজ প্রশাসন ও কর্তৃপক্ষ উপদেষ্টাদের অবস্থান নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
অন্যদিকে বিমান বিধ্বস্তে আহতদের দ্রুত চিকিৎসার দাবি এবং প্রশাসনের ব্যর্থতায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা এখনও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তারা উপদেষ্টাদের সরাসরি মুখোমুখি হওয়া এবং দায় স্বীকারের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত থাকলেও পুলিশের উপস্থিতিতে তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।
এএইচএস/এমএইচএস