Logo

জাতীয়

সিইসির সঙ্গে মার্কিন দূত জ্যাকবসনের বৈঠক বাতিল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৪:১৯

সিইসির সঙ্গে মার্কিন দূত জ্যাকবসনের বৈঠক বাতিল

সিইসি এ এম এম নাসির উদ্দিন এবং মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসনের নির্ধারিত বৈঠক বাতিল হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সিইসির একান্ত সচিব আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্ব নির্ধারিত বৈঠকটি দূতাবাসের পক্ষ থেকে বাতিল করা হয়েছে।

রাজধানীতে শিক্ষার্থীদের নানা আন্দোলনের মধ্যে নিরাপত্তাজনিত কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিন তিন দফা দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’ ব্যানারে আগারগাঁও মোড় অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৃহস্পতিবার দুপুর ২টায় জ্যাকবসনের বৈঠক হওয়ার কথা ছিল।

এসএইবি/এইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সিইসি নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর