Logo

জাতীয়

টাইফয়েড টিকা শতভাগ নিশ্চিতের নির্দেশ স্বাস্থ্য উপদেষ্টার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৫:১৪

টাইফয়েড টিকা শতভাগ নিশ্চিতের নির্দেশ স্বাস্থ্য উপদেষ্টার

বাংলাদেশে এখনও টাইফয়েডে শিশুমৃত্যু মোটেও কাঙ্ক্ষিত নয় উল্লেখ করে স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম বলেছেন, ‘ডায়রিয়া, রাতকানা রোগসহ অনেক রোগ আমরা প্রতিরোধ করতে পেরেছি। অথচ টাইফয়েডে এখনও শিশু মারা যায়, অঙ্গহানি হয়। এটি আর মেনে নেওয়া যায় না। দেরিতে হলেও আমরা টাইফয়েডের টিকাদান শুরু করেছি। এবার সফল হব ইনশাআল্লাহ।’

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’-এর জাতীয় অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূর জাহান বেগম বলেন, আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হবে। এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন : টাইফয়েড টিকা কার্ড পেতে জন্মনিবন্ধনের ওটিপি সংকট

প্রচার-প্রচারণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আমার ঘরেই দেখি, কেউ টাইফয়েডের টিকা সম্পর্কে জানে না। এর মানে আমরা সব ঘরে পৌঁছাতে পারিনি। জন্মসনদ থাকুক বা না থাকুক, যেন একটি শিশুও বাদ না যায়। এটাই আমাদের নৈতিক দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘ভুল ধারণা যাতে না ছড়ায়, সে বিষয়ে সবাইকে সচেতন করতে হবে। সমাজের নেতৃত্ব থেকে শুরু করে গণমাধ্যম— সবাইকে এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ‘স্বাস্থ্য খাতে আমাদের সবচেয়ে সফল কর্মসূচি হলো টিকাদান কর্মসূচি। টাইফয়েড টিকাও ভবিষ্যতে নিয়মিত কর্মসূচিতে যুক্ত হবে বলে আশা করি।’

স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, জনস্বাস্থ্য অনুবিভাগের অতিরিক্ত সচিব এ. টি. এম. সাইফুল ইসলাম, এনজিও ব্যুরোর মহাপরিচালক দাউদ মিয়া, ইউনিসেফের দীপিকা শর্মা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেপুটি রিপ্রেজেন্টেটিভ রাজেশ নরওয়ানসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও বিদেশি অংশীদাররা।

টাইফয়েড টিকাদান কর্মসূচিতে সহযোগিতা করছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন (গাভি) ও ইউনিসেফ। ইতিমধ্যে প্রায় দুই কোটি শিশুর নিবন্ধন সম্পন্ন হয়েছে। নিবন্ধন ছাড়া আসা শিশুরাও টিকা পাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্বাস্থ্য উপদেষ্টা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর