Logo

জাতীয়

শহীদ মিনারে ‘ডিলার’ পরিচয়ে মানববন্ধন, কোম্পানি বলছে ‘চক্রান্ত’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৯:৪২

শহীদ মিনারে ‘ডিলার’ পরিচয়ে মানববন্ধন, কোম্পানি বলছে ‘চক্রান্ত’

জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘ওয়ালটন ও মার্সেল ক্ষতিগ্রস্ত ডিলার ঐক্য পরিষদ’ ব্যানারে কয়েকজন ব্যক্তি মানববন্ধন করেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

অংশগ্রহণকারীদের অভিযোগ, ডিলার হিসেবে যে পরিমাণ কমিশন দেওয়ার প্রতিশ্রুতি কোম্পানি থেকে দেওয়া হয়েছিল, তা এই ব্যবসায়ীরা পাননি। বরং, বছর শেষে ডিলারশিপ বাতিল হয়েছে। এখন তাদের চাওয়া- ডিলার হিসেবে পুনর্বাসন ও যৌক্তিক ক্ষতিপূরণ। 

তবে অভিযোগ অস্বীকার করে ওয়ালটন ও মার্সেল কর্তৃপক্ষ এই মানববন্ধনকে একটি চক্রান্ত বলে অভিহিত করেছে। কোম্পানি দুটি বলছে, গাজীপুরের ‘একটি চক্র’ দীর্ঘদিন ধরে বাকিতে পণ্য নিয়ে অর্থ পরিশোধ না করে বারবার নতুন করে পণ্য দাবি করছিল। পাওনা টাকা ফেরত পাওয়ার আশায় একাধিকবার পণ্য দিলেও ওই চক্র বকেয়া অর্থ পরিশোধ করেনি। বরং, উল্টো চাপ সৃষ্টির উদ্দেশ্যে তারা এখন মানববন্ধন করছে। 

‘ডিলার’ পরিচয়ে মানববন্ধনে অংশ নেওয়া একাধিক ব্যক্তির কাছে সাংবাদিকরা ডিলার কোড ও শোরুমের ঠিকানা জানতে চেয়ে পাননি। প্রথমে ডিলার পরিচয় দেওয়া এক ব্যক্তি পরে প্রশ্নের মুখে জানান, তিনি শুধু একটি শোরুমের কর্মচারী। 

আরেকজন জানান, তিনি আসলে ‘মিনিস্টার’ কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদে এসেছেন। তবে ওয়ালটন–মার্সেল ব্যানারে দাঁড়ানোর কারণ কী- এমন প্রশ্নের ব্যাখ্যা দিতে পারেননি। 

নিজেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার ডিলার দাবি করা একজন জানান, তিনি কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন। তবে মামলার কপি চাইলে কোনো নথি দেখাতে ব্যর্থ হন। মানববন্ধনকারীরা মৌখিকভাবে ‘ক্ষতিগ্রস্ত হয়েছেন’ বলে যে অভিযোগ করেছেন, তার পক্ষে কোনো সুনির্দিষ্ট নথি বা লেনদেন–সংক্রান্ত প্রমাণ দেখাতে পারেননি।

এ বিষয়ে আইনজীবী পাঠান জামিল আশরাফ বাংলাদেশের খবরকে বলেন, ডিলার কোড বা চুক্তিপত্র ছাড়া ডিলার পরিচয়ে দাবি তোলা আইনি প্রশ্নের সৃষ্টি করে। যাচাইবিহীন অভিযোগ শিল্প–প্রতিষ্ঠানের সুনাম ও রপ্তানি সম্ভাবনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ওয়ালটন মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর