ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলেন সিইসি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১৮:১১
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে একযোগে প্রচারিত জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এ ঘোষণা দেন। এটির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশে নির্বাচনী কার্যক্রমের সূচনা হলো।
আরও পড়ুন
নির্বাচন কমিশন সূত্র জানায়, সিইসি তার ভাষণে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়, যাচাই-বাছাইয়ের দিনক্ষণ এবং প্রতীক বরাদ্দের সময়সূচি প্রকাশ করেন। তফসিল ঘোষণার মধ্য দিয়ে সাংবিধানিকভাবে জাতীয় নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু হলো।
ভাষণে সিইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের চূড়ান্ত তারিখও ঘোষণা করেন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ দিনটি দেশের প্রায় ১৩ কোটি ভোটারের জন্য তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হবে।
ডিআর/এমবি

