Logo

জাতীয়

ইসি সানাউল্লাহ

নির্বাচন বিঘ্নিত করতে পরিকল্পিত কর্মকাণ্ড চিহ্নিত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ২১:৩৫

নির্বাচন বিঘ্নিত করতে পরিকল্পিত কর্মকাণ্ড চিহ্নিত

রোববার আইনশৃঙ্খলাসংক্রান্ত সভার পর নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ে ইসি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) বলেছেন, ‘যারা নির্বাচন বিঘ্নিত করতে চায়, তারা মূলত শহর এলাকাকে লক্ষ্য করে পরিকল্পিত কর্মকাণ্ড চালাচ্ছে। বিষয়টি চিহ্নিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

রোববার (২১ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত নির্বাচনী আইনশৃঙ্খলা পর্যালোচনা বৈঠকে প্রথমবারের মতো সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান ও বিভিন্ন বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘সেনাবাহিনীর এক লক্ষ সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে এক-তৃতীয়াংশ ইতোমধ্যে মাঠে রয়েছে। নির্বাচনের আগেই পুরো বাহিনী মাঠে থাকবে। কোথাও সেনা প্রত্যাহার করা হয়নি; বরং প্রয়োজন অনুযায়ী সংখ্যা বাড়ানো হবে। এ ছাড়া যৌথ বাহিনী অপারেশন, স্থানীয় পর্যায়ে কমান্ড ও কন্ট্রোল সমন্বয় এবং ম্যাজিস্ট্রেসির মাধ্যমে আইন প্রয়োগে জোর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’ 

প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে হামলা, নির্বাচন কমিশনের কিছু কার্যালয়ে অগ্নিসংযোগ এবং শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি জাতীয় শোকের আবহে মানুষের আবেগ ও ক্ষোভকে ব্যবহার করে স্বার্থান্বেষী একটি দুষ্টচক্র এসব ঘটনা ঘটিয়েছে।’ তবে এ ধরনের সুযোগ আর দেওয়া হবে না বলে আইনশৃঙ্খলা বাহিনী কমিশনকে আশ্বস্ত করেছে। তিনি জানান, এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে ইসির ওই কর্মকর্তা বলেন, ‘গোয়েন্দা সংস্থাগুলো কাজ করেনি— এমন কথা কমিশন কখনো বলেনি। তবে কোনো জায়গায় ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখার সুযোগ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘মানবিক পুলিশিংয়ের নির্দেশনার সুযোগ নিয়ে কেউ কেউ অপব্যবহার করেছে। এ বিষয়ে বাহিনীসমূহকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে— যারা শান্তিপূর্ণ, তাদের প্রতি মানবিক আচরণ থাকবে, কিন্তু যারা ভাঙচুর, দস্যুতা ও হত্যাকাণ্ডে জড়িত, তাদের প্রতি কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

এসআইবি/এইচকে 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর