Logo

বিশেষ সংবাদ

৫৭ বছর বয়সে এসএসসি পাস মেম্বার ইয়াছিনের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ২০:০৬

৫৭ বছর বয়সে এসএসসি পাস মেম্বার ইয়াছিনের

ছবি : প্রতিবেদক

সাভারের ভাকুর্তা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার হাজী মো. ইয়াছিন মিয়া ৫৭ বছর বয়সে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। দীর্ঘদিন শিক্ষার বাইরে থাকার পরও তিনি নিজেকে অনুপ্রাণিত করে পড়াশোনা চালিয়ে যান এবং এ কৃতিত্ব অর্জন করেন।

২০১৪ সাল থেকে টানা এক দশক ধরে ইউনিয়ন পরিষদ মেম্বারের দায়িত্ব পালন করে আসছেন ইয়াছিন মিয়া। জনপ্রতিনিধিত্বের কাজ করতে গিয়ে একসময় তিনি অনুভব করেন, নতুন প্রজন্ম ও সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে নিজের শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি করা প্রয়োজন।

অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর দারিদ্র্য ও সময়ের অভাবে পড়াশোনা বন্ধ করেছিলেন ইয়াছিন। কিন্তু তার মনের অন্তঃস্থলে লুকিয়ে ছিল ‘একদিন এসএসসি পাস করবো’— এই দৃঢ় সংকল্প।

এর পরিপ্রেক্ষিতে ২০২৩ সালে কেরানীগঞ্জের ইউনিভার্সেল আইডিয়াল স্কুলের কারিগরি শাখায় নবম শ্রেণিতে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করেন। পরে মোহাম্মদপুরের শ্যামলী পাবলিক স্কুল থেকে রেজিস্ট্রেশন করিয়ে পরীক্ষায় অংশ নিয়ে সফলভাবে উত্তীর্ণ হন।

স্কুল শিক্ষকরা তার অধ্যবসায় এবং শৃঙ্খলার কথা উল্লেখ করে জানান, ইয়াছিন মিয়া অনেক ছাত্রছাত্রীকে অনুপ্রাণিত করেছেন।

এসএসসি পাসের পর ইয়াছিন মিয়া বলেন, ‘ক্লাসে ছোটদের সঙ্গে বসতে লজ্জা লাগত। কিন্তু মনে মনে বলতাম, লজ্জা নয়, আজ আমি শিক্ষা নিচ্ছি। আমি যদি না পারি, তাহলে অন্যরা কীভাবে উৎসাহ পাবে?’

ইয়াছিন মিয়ার এই অর্জনে এলাকাবাসী উচ্ছ্বসিত হয়ে বলছেন, তিনি শুধু জনপ্রতিনিধি নয়, একজন সমাজসেবক হিসেবেও পরিচিত। নিজস্ব অর্থায়নে এলাকায় মসজিদ ও কবরস্থান নির্মাণের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজ করছেন তিনি।

এদিকে এসএসসি পাস করেই থেমে যেতে চান না ইয়াছিন মিয়া। সামনে এইচএসসি পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছেন তিনি। 

স্থানীয়রা বলছেন, এই বয়সেও বই হাতে পরীক্ষার হলে গিয়ে যিনি জয় করেছেন নিজের হারানো স্বপ্ন, তিনি শুধুই একজন এসএসসি পাস করা ব্যক্তিই নন, তিনি অনুপ্রেরণার জীবন্ত প্রতীক। মেম্বার ইয়াছিন এখন শুধু সাভারের নয়, গোটা দেশের জন্য প্রেরণা।

এনএমএম/এএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর