
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় উত্তাল সারা দেশ। রাজধানী ঢাকা, চট্টগ্রাম রাজশাহীসহ বিভিন্ন স্থানে এ ঘটনায় বিএনপি, জামায়াত, এনসিপি, শিবির, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে।
অন্তর্বর্তী সরকার বিবৃতি দিয়ে তীব্র নিন্দা ও ন্যায়বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছে। এ ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে নুরুল হক নুরসহ দলটির নেতা-কর্মীরা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। হামলার ঘটনায় নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। তার চিকিৎসায় এরই মধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোস্তাক আহমেদ এসব জানান। তিনি বলেন, হাসপাতালের নিউরো সার্জারি, নাক-কান-গলা বিভাগ, আইসিইউ বিভাগের প্রধানসহ আরও কয়েক বিভাগের সিনিয়র চিকিৎসকদের নিয়ে একটি বোর্ড গঠন করা হয়েছে।
তবে নুরের জ্ঞান ফিরলেও এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, 'জ্ঞান ফিরলেও এখনো নূর শঙ্কামুক্ত নন। তার মাথার ভেতরে পানি জমাট বেঁধেছে।'
নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল দুপুর ১টার দিকে তিনি নুরের সঙ্গে ফোনে কথা বলেন বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, আলাপচারিতায় নুর ঘটনার বিস্তারিত তুলে ধরেন সরকারপ্রধানের কাছে। এ সময় প্রধান উপদেষ্টা ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
গণঅধিকার পরিষদ জানিয়েছে, গত শুক্রবার রাতে নূরকে দেখতে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রেস সচিব শফিকুল আলম।
কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রণালয়ের
নুরকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে ছড়ানো অডিওটি ভুয়া বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়।
গতকাল মন্ত্রণালয়ের এক প্রতিবাদলিপিতে জানানো হয়েছে, প্রচারিত ২৫ সেকেন্ডের অডিওটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয়, বরং এটি একটি বিকৃত এবং কৃত্রিমভাবে সৃষ্ট কণ্ঠ। এতে বলা হয়, একজন সচেতন ব্যক্তি যিনি উপদেষ্টার কণ্ঠ চেনেন, তিনি সহজেই এটি ভুয়া বলে বুঝতে পারবেন।
বিবৃতিতে বলা হয়, 'ইসমাইল চৌধুরী সম্রাট'সহ বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি থেকে এই অডিও ছড়ানো হয়েছে। এতে শোনা যায়, স্বরাষ্ট্র উপদেষ্টা নুরুল হক নুরের বিষয়ে একজন অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিচ্ছেন।
সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল
নুরের ওপর হামলা সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। গতকাল দুপুরে ঝিনাইদহে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টি ১৯৮২ থেকে ১৯৯০ সাল বাংলাদেশের মানুষের রক্তের সঙ্গে বেইমানি করেছে এবং রক্ত নিয়ে খেলেছে।
তিনি বলেন, জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগের সহযোগিতা করে তাদের সেই পুরোনো ইতিহাস উন্মোচন করেছে। সুতরাং নুরের ওপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি একটি সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ। তাই জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি উঠেছে। এ বিষয়ে আইনগত দিক যাচাই-বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে।
আইএসপিআর
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বারবার অনুরোধ সত্ত্বেও কিছু নেতাকর্মী মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেন। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ চালান এবং আনুমানিক রাত ৯টার দিকে মশালমিছিলের মাধ্যমে সহিংসতা আরও বাড়ান। তারা ইটপাটকেল নিক্ষেপ করেন এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা চালান।
এদিকে নুরুল হকের ওপর লাঠিপেটার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। রাজনৈতিক দলগুলো নুরুল হকের দ্রুত সুস্থতা কামনা করেছে।
তারেক রহমানের নিন্দা, তদন্তের আহ্বান
নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে নুরের দ্রুত আরোগ্য কামনা করে সরকারের কাছে ঘটনার আইনসম্মত তদন্তেরও দাবি জানান তিনি।
গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, আমরা অত্যন্ত সংবেদনশীল গণতান্ত্রিক উত্তরণের সময় অতিক্রম করছি, যার প্রথম পদক্ষেপ হলো জাতীয় নির্বাচন। তাই আজকের মতো অস্থিতিশীলতা সৃষ্টিকারী ঘটনাগুলো যাতে ছড়িয়ে না পড়ে এবং আমাদের গণতন্ত্রের পথে অগ্রযাত্রা বাধাগ্রস্ত না হয়ড় সেটি আমাদের সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'বিএনপি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চাকে ব্যাহত করে, এমন কোনো কর্মকাণ্ডকে বিএনপি সমর্থন করে না। সুস্থ ধারার রাজনৈতিক কর্মসূচিতে হামলাকে আমরা নিন্দা জানাই।'
নুরুল হক, রাশেদ খানসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব নুরুল হকের সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানিয়েছেন। নুরুল হকের দ্রুত আরোগ্য কামনা করেছেন ফখরুল।
ভারতের পরিকল্পনায় নুরের ওপর হামলা: এনিসিপি
ভারত থেকে আসা পরিকল্পনা অনুযায়ী জাতীয় পার্টির প্রত্যক্ষ উসকানিতে নুরের ওপর সম্মিলিত হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির।
গতকাল নুরের ওপর হামলার প্রতিবাদ রাজধানীতে এক সমাবেশে তিনি বলেন, বিগত ১৭ বছর যারা গুম-খুন-মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন তাদের শাস্তির আওতায় আনতে হবে। জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত রাষ্ট্রীয় বাহিনীতে কোনো অপরাধী স্বপদে থাকতে পারবে না।
জামায়াতে ইসলামী
গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে তিনি বলেন, 'ফ্যাসিবাদের পতনের পরও এমন হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আমরা একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সহনশীল রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করি। জাতি যখন নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এ হামলা ফ্যাসিবাদের কথাই স্মরণ করিয়ে দেয়।'
অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নিতে ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন গোলাম পরওয়ার।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ গতকাল এক বিবৃতিতে বলেন, নুরুল হকের ওপর হামলার ঘটনা অন্তর্বর্তী সরকারের নানা ব্যর্থতার বহিঃপ্রকাশ। এ হামলা জুলাই শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। বিভিন্ন মহল নানা মোড়কে আওয়ামী লীগ পুনর্বাসনের 'ষড়যন্ত্রে লিপ্ত' উল্লেখ করে রিফাত রশীদ বলেন, এর অন্যতম অংশ জাতীয় পার্টি।
পরিচয় মিলেছে সেই যুবকের
কাকরাইলে জাপা কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলাকারী লাল রঙের টি-শার্ট পরা যুবক পুলিশের একজন কনস্টেবল। এমন দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। গতকাল ফেসবুক আইডিতে রাশেদ খান লেখেন, 'লালশার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল। তার নাম মিজানুর রহমান। সে ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা করেছে।'
জাপা অফিসের সামনে ফের উত্তেজনা, রণক্ষেত্র
কাকরাইলে জাতীয় পার্টির অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেলে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে কাকরাইল মোড় হয়ে জাতীয় পার্টির অফিস পার হওয়ার সময় পুলিশের দিকে ইট-জুতা নিক্ষেপ করতে থাকে। এরপর তারা সড়কে অগ্নিসংযোগ করে। পরে তারা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করে এবং আগুন ধরিয়ে দেয়। পরিস্থতি নিয়ন্ত্রণে সাউন্ডগ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
বিভিন্ন জেলায় জাপা অফিসে হামলা, ভাঙচুর
নূরের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ-মহাসড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা। পাশাপাশি ঠাকুরগাঁও, টাঙ্গাইল, ময়মনসিংহ, রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। একইসঙ্গে ঠাকুরগাঁওয়ে হরিপুরে ও রাজশাহীর কার্যালয়ে অগ্নিসংযোগও করা হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।
বিকেপি/এমবি