Logo

বিশেষ সংবাদ

বিদ্রোহী কবি নজরুলের পাশে চিরনিদ্রায় বিপ্লবী হাদি

Icon

হাসান রাজীব

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:২৯

বিদ্রোহী কবি নজরুলের পাশে চিরনিদ্রায় বিপ্লবী হাদি

শহীদ শরিফ ওসমান বিন হাদি। ন্যায় ও ইনসাফের পক্ষে মাত্র ৩২ বছরের যুবকের এক অপ্রতিরোধ্য কণ্ঠস্বর। বিদ্রোহের আগুন জ্বালিয়ে হঠাৎই নিভে গেল সেই প্রদীপ। তবুও যেন গণআন্দোলনের এক জীবন্ত প্রতীক হয়ে রইল হাদি। ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র শুধু চব্বিশের জুলাইয়ের ইতিহাসে নয়, অনন্তকাল বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে প্রতিবাদ ও অক্লান্ত বিদ্রোহের প্রতীক হয়ে রইল।

অতি অল্প সময়ে শোষিত-নিপীড়িত মানুষের আশা-ভরসার প্রতীক হয়ে ওঠা এই মানুষটি একটিমাত্র গুলির বিরুদ্ধে সপ্তাহব্যাপী লড়ে অবশেষে করলেন অনন্ত যাত্রা। চিরনিদ্রায় শায়িত হলেন আরেক বিদ্রোহী, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

এর আগে দুপুর আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে এ জানাজা আদায় করা হয়। জানাজা শেষে তাকে দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজায় অংশ নেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রেণি-পেশার লাখো মানুষ জানাজায় অংশ নিয়ে শহীদ হাদির আত্মার মাগফিরাত কামনা করেন।

হাদির জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। এ সময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। এর আগে জানাজায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বক্তব্য দেন এবং শহীদ হাদির জীবনপঞ্জি পাঠ করে শোনান। আরও বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

আগে গতকাল সকালে শহীদ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সোহরাওয়ার্দী হাসপাতালে সম্পন্ন হয়। পরে মরদেহটি নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ মরদেহটি মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়।

এক দিনের রাষ্ট্রীয় শোক পালন: ওসমান হাদির মৃত্যুতে গতকাল এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ রাষ্ট্রীয় শোক পালন করার ঘোষণা দেন। পরে একই রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা, প্রতিবাদী তারুণ্যের প্রতীক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার গভীরভাবে শোকাহত। সরকার সিদ্ধান্ত নিয়েছে, তার মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।’

রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা-প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

জানাজায় ৮৭০ আনসার-ভিডিপি মোতায়েন: ওসমান হাদির জানাজায় নিরাপত্তা নিশ্চিতে জাতীয় সংসদ ভবন এলাকায় ৮৭০ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

গতকাল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। আশিকউজ্জামান বলেন, শরিফ ওসমান হাদির জানাজা উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে ৮৭০ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

জাতীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন দলের শোক, বিবৃতি: ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশের জাতীয় নেতৃবৃন্দ। এছাড়াও বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দল শোক প্রকাশ করেছে।

গতকাল এক শোক বার্তায় গণতন্ত্র মঞ্চ, গণতান্ত্রিক সংস্কার জোট, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণঅধিকার পরিষদ, গণফোরাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী, অকুতোভয়, দেশপ্রেমিক।

নেতৃবৃন্দ বলেন, ‘তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর যিনি গোটা জাতিকে স্বপ্ন দেখাচ্ছিলেন নতুন বাংলাদেশের। একটি মানবিক, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি লড়াই চালিয়ে গেছেন। তার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হবার নয়। তার সংগ্রাম ছিল একটি মানবিক রাষ্ট্র গড়ে তোলার সংগ্রাম। সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক স¤প্রীতির বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম। দল-মত-ধর্ম-নির্বিশেষে তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য লড়াই অব্যাহত রাখতে হবে।’

নেতৃবৃন্দ শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। ওসমান হাদির মৃত্যুর পর প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট এবং সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবিরের উপর যে ন্যক্কারজনক বর্বরতা চালানো হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতৃবৃন্দ।

ওয়াশিংটন ও মালয়েশিয়ায় জানাজা, দোয়া: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

স্থানীয় সময় গত শুক্রবার বাদ মাগরিব আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম)-এর গোমবাগ ক্যাম্পাসে অবস্থিত সেন্ট্রাল মসজিদে এই গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ওসমান হাদির আত্মার শান্তি ও উচ্চ মাকাম কামনায় আয়োজিত এই গায়েবানা জানাজায় মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে, শুক্রবার বাদজুমা ওয়াশিংটনে স্প্রিংফিল্ডের দারুল হুদা মসজিদে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন আন্তর্জাতিক বিশ্বে আলোচিত সাংবাদিক ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তাজা।

রাষ্ট্রদূত মুশফিক জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে শহীদ শরিফ ওসমান হাদিকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সম্মুখ সারির যোদ্ধা উল্লেখ করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতের উচ্চ মর্যাদায় আসীন করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

পাকিস্তান হাইকমিশনের শোক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে ঢাকার পাকিস্তান হাইকমিশন গভীর শোক প্রকাশ করেছে এবং তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও শুভাকাক্সক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

গত শুক্রবার পাকিস্তান হাইকমিশন এক বার্তায় এই শোক প্রকাশ করে। হাইকমিশন জানিয়েছে, শরিফ ওসমান হাদির মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত।

শোক বার্তায় বলা হয়, ‘এই শোকের সময়ে আমরা তার পরিবার, বন্ধুবান্ধব এবং শুভাকাক্সক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহতায়ালা তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং তার প্রিয়জনদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য দান করুন, শক্তি দিন।

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগলে গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাদির মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে আসে।

বিকেপি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ওসমান হাদি ইনকিলাব মঞ্চ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর