Logo

ক্যাম্পাস

জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৭

জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল

ছবি : বাংলাদেশের খবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ সিদ্ধান্তের কথা জানান।

নির্বাচন চলাকালীন সময়ে নানা অনিয়মের অভিযোগ এনে নির্বাচন আর সুষ্ঠু ও নিরপেক্ষ থাকার সুযোগ নেই বলে দাবি করেছে ছাত্রদল। 

সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা বলেন, শুরু থেকেই আমরা বারবার অভিযোগ জানিয়েছি। কিন্তু নির্বাচন কমিশন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। আমাদের কর্মীদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। তাই আমরা এ ভোট প্রত্যাখ্যান করছি।

তবে নির্বাচন কমিশন বলছে, অভিযোগগুলো ভিত্তিহীন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

এনএনএম/এআরএস/এইচকে 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ব্রেকিং নিউজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর