Logo

কর্পোরেট

‘অতিথি’র অতিথি হয়ে চলুন চায়ের দেশ শ্রীমঙ্গলে

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ২০:৫৯

‘অতিথি’র অতিথি হয়ে চলুন চায়ের দেশ শ্রীমঙ্গলে

‘অতিথি’ ব্র্যাক-এর একটি কমিউনিটি-ভিত্তিক পর্যটন প্রকল্প। এটি মূলত এমন একটি উদ্যোগ, যেখানে স্থানীয় জনগোষ্ঠী পর্যটনশিল্পের সাথে সরাসরি যুক্ত থাকে। পর্যটন খাত থেকে আসা অর্থনৈতিক সুবিধার লভ্যাংশ তাদের কাছে পৌঁছায়। শহুরে প্রজন্ম পরিচিত হতে পারে তাদের শেকড়ের বৈচিত্রময় সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে। 

চা পাতার সুবাস, পাহাড়ি হাওয়ার শীতল ছোঁয়া, আর প্রকৃতির সৌন্দর্যে ভরা শ্রীমঙ্গলে প্রতিটি মুহূর্তই যেন এক নতুন গল্প। প্রকৃতির বুকে এই নির্মল অভিজ্ঞতার সবটুকু এক সুতোয় জুড়ে দিতে ‘অতিথি’ সাজিয়েছে ৩টি আলাদা প্যাকেজ। 

প্রতিটি প্যাকেজেই রয়েছে চা-বাগান ভ্রমণ, স্থানীয় গল্প ও সংস্কৃতির সঙ্গে পরিচয়, পাহাড়ি ঢালে সোনালি আলোয় পিকনিক; গ্রামীণ সাংস্কৃতিক পরিবেশনা (কাঠি নৃত্য), কুঁড়ে-ঘরের নীরবতা, স্থানীয় খাবারের স্বাদ; রাবার গার্ডেন, মণিপুরী তাঁতশিল্প,  চা মিউজিয়াম ভ্রমণ, লাউয়াছড়া ন্যাশনাল পার্কে হাইকিং, মুভি নাইট, চান্দের গাড়িতে ভ্রমণের মতো দারুণ সব অভিজ্ঞতা। সাথে থাকছে নাস্তা, ট্যুর গাইডসহ স্থানীয় পরিবহন ও বিলাসবহুল পার্টনার রিসোর্টে থাকার সুব্যবস্থা। 

অতিথি’র চোখে প্রতিটি ভ্রমণ একটি বই যার পাতায় পাতায় লেখা থাকে অগণিত গল্প। সেই গল্পগুলোর মাধ্যমে আমরা জানতে পারি বিভিন্ন জনগোষ্ঠীর অনন্য সংস্কৃতির কথা। আর এই জানতে পারাতেই কিন্তু গল্পের শেষ নয়। এই ভ্রমণ অভিজ্ঞতার মাধ্যমে উদযাপিত হয় আমাদের স্থানীয় সংস্কৃতি, স্বর্ণালী ইতিহাস ও বর্ণীল জনজীবন। যা সংরক্ষণের মাধ্যমে স্থানীয় জনজীবনের ক্ষমতায়ন নিশ্চিতকরণের উদ্দেশ্যেই আমাদের এই যাত্রা। আর সেই যাত্রায় অতিথি’র মূল বিশ্বাস হলো, প্রকৃত, মানুষ, সংস্কৃতি ও স্থানীয় জনগোষ্ঠী, যার মিশেলে সৃষ্টি হচ্ছে এই অর্থবহ ভ্রমণ অভিজ্ঞতার, পূর্ণতা পায় আমাদের এই গল্প। 

চলুন, এবার অতিথি হই প্রকৃতি ও মানুষের মাঝে, তাদের গল্পের অধ্যায়ে। অতিথি সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন: https://otithi.brac.net/ 

যোগাযোগের জন্য কল করুন : +8809610800700

অথবা, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন : +8801332550542 

  • সংবাদ বিজ্ঞপ্তি

এমডিএ/এইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভ্রমণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর