মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১২:২২
মাদকসেবন করেন ছেলে। সেই মাদক কেনার টাকার জন্য প্রায়শই মা ও স্ত্রীর ওপর চালান নির্যাতন। ভাঙচুর করেন ঘরের আসবাবপত্র। এমতাবস্থায় মাদকাসক্ত ছেলের লাগাম টানতে শেষ পর্যন্ত প্রশাসনের দ্বারস্থ হন মা। মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বেলবানা গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম রফিকুল আলম (৩০)। সে ওই গ্রামের মৃত আজিজার মোল্যা ও রুবিয়া বেগমের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল আলম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য তিনি প্রায়ই বাড়ির জিনিসপত্র বিক্রি করতেন, ভাঙচুর করতেন এবং মা ও স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালাতেন। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত একমাস আগে মা রুবিয়া বেগম প্রশাসনের নিকট একটি লিখিত অভিযোগ দেন। মঙ্গলবার দুপুরে তাকে নেশাগ্রস্ত অবস্থায় মা রুবিয়া বেগম, বড় ভাই রবিউল আলম ও চাচা আরব আলী একত্রিত হয়ে প্রশাসনের হাতে তুলে দেন। পরে মায়ের অভিযোগসহ তার স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান বলেন, ‘আটকের পর ওই যুবক মাদক সেবনের কথা স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামিকে থানায় হস্তান্তরের পর ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
মিয়া রাকিবুল/এইচকে

