Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় ৫০ টাকার দ্বন্দ্বে খুন হয় শিশু আমির হামজা

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ২০:০৭

আলফাডাঙ্গায় ৫০ টাকার দ্বন্দ্বে খুন হয় শিশু আমির হামজা

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাত্র ৫০ টাকা নিয়ে বিরোধের জেরে ১৩ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর মাদরাসার পাশের ডোবা থেকে তার বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহতের নাম আমির হামজা (১৩)। ওই শিশু আলফাডাঙ্গা সদর ইউনিয়নের শুকুরহাটা গ্রামের সায়েম উদ্দিন বিশ্বাসের ছেলে ও তা’লিমুল কুরআন মাদরাসা ও এতিমখানার ছাত্র।

গ্রেপ্তারকৃত আসামি-ফরহাদ রেজা (১৬), একই মাদরাসার ছাত্র এবং চর চান্দড়া গ্রামের জাহিদুল ইসলাম ফকিরের ছেলে।

আলফাডাঙ্গা থানা পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর বিকেলে মাদরাসা থেকে নিখোঁজ হয় আমির হামজা। দুই দিন পর মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মাদরাসার পাশের ডোবায় স্থানীয়রা ওই শিশুর বস্তাবন্দী মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, পাওনা ৫০ টাকা নিয়ে ঝগড়ার জেরে ফরহাদ আমির হামজাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ঘটনাটি গোপন করতে লাশটি একটি বস্তায় ভরে ডোবায় ফেলে দেয়।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান বলেন, ‘গ্রেপ্তারকৃত ফরহাদ হত্যার কথা স্বীকার করেছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।’


এ ঘটনায় নিহত আমির হামজার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার বাবা সায়েম উদ্দিন বিশ্বাস বলেন, ‘আমার ছেলেকে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা তার দৃষ্টান্তমূলক বিচার চাই।’

  • মিয়া রাকিবুল/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর