বিচারকের ছেলে হত্যার ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৯:৫৮
রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তওসিফ রহমান (১৫) হত্যা ও স্ত্রী তাসমিন নাহার লুসির হত্যাচেষ্টার ঘটনায় রাজপাড়া থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকালে তাদের সাময়িকভাবে বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের প্রত্যাহার করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার (ডিসি) গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আবু শাহাদাত, কনস্টেবল আব্দুস সবুর, মাহফুজার রহমান ও মিঠু সরদার।
জানা গেছে, ঘটনার একদিন পর পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন হত্যা মামলার আসামি লিমন মিয়ার ভিডিও বয়ান রেকর্ড করে সামাজিক ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে শোকজ করে আদালতে তলব করা হয়।
এমবি

