২১ দিনে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৪
-68178caa41f85[1]-68d1345049f7f.jpg)
চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২১ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন দুই বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স। এ ধারা অব্যাহত থাকলে পুরো মাস শেষে প্রবাসী আয়ে তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে ২ দশমিক ০৩ বিলিয়ন মার্কিন ডলার (২০৩ কোটি ১০ লাখ ডলার)। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৪ হাজার ৭৭৮ কোটি (প্রতি ডলার ১২২ টাকা ধরে) টাকা। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ দশমিক ৬৩ বিলিয়ন ডলার।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আড়াই মাসে (জুলাই থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত) রেমিট্যান্স এসেছে ৬ দশমিক ৯৩ বিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে এই প্রবাহ ছিল ৫ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। অর্থাৎ, বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২০ দশমিক ১ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, প্রবাসী আয়ের ধারাবাহিক ইতিবাচক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে।
এর আগে জুলাইয়ে রেমিট্যান্স আসে ২ দশমিক ৪৮ বিলিয়ন ডলার এবং আগস্টে আসে ২ দশমিক ৪২ বিলিয়ন ডলার। এরও আগে ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স দেশে এসেছিল, যা ছিল ওই বছরের রেকর্ড।
২০২৪-২৫ অর্থবছরে মোট প্রবাসী আয় ছিল ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে এ খাতে আয় হয়েছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।
এএইচএস/এইচকে