ধানমন্ডি ৩২ থেকে রিকশাচালক গ্রেপ্তারে ওসির কাছে ব্যাখ্যা তলব

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৭:২১

রাজধানীর ধানমন্ডি ৩২ এলাকা থেকে গ্রেপ্তার হওয়া রিকশাচালক মো. আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা জানতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ব্যাখ্যা তলব করেছে অন্তর্বর্তী সরকার।
রোববার (১৭ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশ এই বিষয়টি খতিয়ে দেখবে যে, ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড বা বক্তব্যে কোনো অসঙ্গতি আছে কি না।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, যে মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততা রয়েছে কিনা তা তদন্তের ক্ষেত্রে সম্প্রতি সংশোধিত সিআরপিসি ১৭৩(এ) ধারা অনুযায়ী অতিসত্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিবৃতিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ নাগরিকদের অধিকার রক্ষা করা সরকারের অঙ্গীকারের অংশ।
এমএইচএস