Logo

জাতীয়

সাংবাদিক সোহেলকে তুলে নেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৩:৫৬

সাংবাদিক সোহেলকে তুলে নেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত

সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে ডিবি পুলিশ পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমি এখনো জানি না, বিষয়টি ইনভেস্টিগেশন করার পর হয়তো বলতে পারবো।’ 

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বাড্ডার বাসা থেকে দৈনিক ভোরের কাগজের অনলাইন প্রধান মিজানুর রহমান সোহেলকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। প্রায় ১০ ঘণ্টা পরে বুধবার সকাল ১০টার পর তাকে বাসায় ফেরত পাঠানো হয়। 

গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া সাংভাদিক সোহেলকে তুলে নেওয়া ঠিক হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই বিষয়টি তিনি প্রথমবার শুনেছেন। তদন্ত শেষে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়ে মন্তব্য করতে পারবেন বলে জানান। 

পুলিশের কোনো অপরাধ হয়েছে কি না সে বিষয়ে তিনি বলেন, আগে তিনি পুরো ঘটনা দেখবেন। 

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ডিবি পোশাক পরা পাঁচ ব্যক্তি বাড্ডার বাসা থেকে সোহেলকে নিয়ে যান বলে অভিযোগ করেন তার স্ত্রী সুমাইয়া সীমা। তিনি জানান, ওই পাঁচজনের একজন নিজেকে আশরাফুল পরিচয় দিয়ে জানান— ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান তার সঙ্গে কথা বলতে চান, কিছুক্ষণের মধ্যেই তাকে ফিরিয়ে দেওয়া হবে।

পরে সকাল সাড়ে ১০টার দিকে সোহেলকে ছেড়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম। তিনি জানান, তাদের পেশাগত সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সোহেলকে আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ফেরত পাঠানো হয়।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর