Logo

জাতীয়

ফেব্রুয়ারি মাসে যত ছুটি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ২১:৪৩

ফেব্রুয়ারি মাসে যত ছুটি

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসটি সরকারি চাকরিজীবীদের জন্য যেন এক পশলা স্বস্তির বার্তা নিয়ে আসছে। ক্যালেন্ডারের হিসাব আর সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথম দুই সপ্তাহেই মিলছে একাধিক লম্বা ছুটির সুযোগ। বিশেষ করে যারা একটু কৌশলী, তারা মাত্র একদিনের ছুটি ‘ম্যানেজ’ করতে পারলে মাসের শুরুতেই ভোগ করতে পারবেন টানা চার দিনের অবকাশ।

শবে বরাতের প্রথম সুযোগ
ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সেই সুবাদে সরকারি ছুটির তালিকা অনুযায়ী ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে।

এখন মজার বিষয় হলো, এর ঠিক একদিন পর অর্থাৎ ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার— যা নিয়মিত সাপ্তাহিক ছুটি। মাঝখানে শুধু ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অফিস খোলা। কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী যদি ওই একদিন ছুটি নিতে পারেন, তবে ৪ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন।

সংসদ নির্বাচনে বড় ছুটি
ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে রয়েছে আরও বড় খবর। আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটারদের যাতায়াত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) সারাদেশে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে।

এর ফলে যারা সাধারণ চাকরিজীবী, তারা ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি (বুধ-শনিবার) পর্যন্ত টানা চার দিনের ছুটি পাচ্ছেন। তবে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য রয়েছে আরও বাড়তি পাওনা। তাদের জন্য ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকেই বিশেষ ছুটি দেওয়া হয়েছে। অর্থাৎ শিল্প শ্রমিকরা ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করবেন।

ফেব্রুয়ারির ছুটির এক নজরে ক্যালেন্ডার 

  • ৪ ফেব্রুয়ারি, বুধবার : শবে বরাত (নির্বাহী আদেশে ছুটি) 
  • ১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার : বিশেষ ছুটি (শুধুমাত্র শিল্পাঞ্চল শ্রমিকদের জন্য) 
  • ১১ ফেব্রুয়ারি, বুধবার : সাধারণ ছুটি (নির্বাচন উপলক্ষ্যে) 
  • ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার : সাধারণ ছুটি (জাতীয় নির্বাচন ও গণভোট) 
  • ১৩ ফেব্রুয়ারি, শুক্রবার : সাপ্তাহিক ছুটি 
  • ১৪ ফেব্রুয়ারি, শনিবার : সাপ্তাহিক ছুটি 
  • ২১ ফেব্রুয়ারি, শনিবার : শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 

সব মিলিয়ে ২১শে ফেব্রুয়ারির ছুটিটি সাপ্তাহিক ছুটির (শনিবার) দিনে পড়ে যাওয়ায় সেখানে বাড়তি সুবিধা না মিললেও, মাসের প্রথম দুই সপ্তাহের এই ঘনঘন ছুটি সরকারি চাকরিজীবীদের জন্য এক বড় সুখবর হিসেবেই দেখা দিচ্ছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সরকারি ছুটি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর