শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে, নাশকতার প্রমাণ পেলে পদক্ষেপ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ২১:২০

ছবি : বাংলাদেশের খবর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার (১৮ অক্টোবর) দুপুরে লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, দুপুর ২টা ১৫ মিনিটে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপের ফলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে দ্রুত পৌঁছে দমকলকর্মীরা কার্যক্রম পরিচালনা করেছেন। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা নিজেও বিমানবন্দরে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, রাত ৯টা থেকে বিমানবন্দরের সব ফ্লাইট স্বাভাবিকভাবে চালু হবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য শীঘ্রই তদন্ত কার্যক্রম শুরু করা হবে। আগুনের উৎস শনাক্ত করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে শনিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, তাতে সরকার গভীরভাবে সচেতন। নিরাপত্তা সংস্থা প্রতিটি ঘটনা তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।
সরকার বলেছে, নাশকতা বা অগ্নিসংযোগের কোনো প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উসকানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না। এছাড়া যদি এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসেবে প্রমাণিত হয় এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়, তবে জনগণ সংযম, ঐক্য ও দৃঢ়তার মাধ্যমে এ বিপদ মোকাবিলা করবে।
এমএইচএস