
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৫, ২০:৩৫

দেশে ফেরার অপেক্ষায় ভারতীয় শিক্ষার্থীরা | ছবি : সংগৃহীত
ভারতের জন্য নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে ইরান। ফলে দেশটিতে আটকে থাকা অন্তত এক হাজার শিক্ষার্থীকে ফিরিয়ে আনতে ‘অপারেশন সিন্ধু’ নামে বিশেষ উদ্ধার অভিযান শুরু করেছে ভারত।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আজ রাত (শুক্রবার, ২০ জুন) ১১টায় প্রথম বিশেষ ফ্লাইটটি দিল্লিতে পৌঁছাবে। এ ছাড়া শনিবার আরও দুটি ফ্লাইটে ফেরানো হবে ইরানে আটকে পড়া শিক্ষার্থীদের।
গত সপ্তাহে ইসরায়েল প্রথমবারের মতো ইরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর পাল্টা জবাব দেয় তেহরানও। দুই দেশের টানটান উত্তেজনার মধ্যে ইরান সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দেয়।
তবে, ভারত সরকারের অনুরোধে বিশেষ করিডরের অনুমতি দেয় তেহরান। এরই ধারাবাহিকতায় গত বুধবার শুরু হয় ‘অপারেশন সিন্ধু’। অভিযানের প্রথম ধাপে ইরানের উত্তরাঞ্চল থেকে ১১০ জন ভারতীয় শিক্ষার্থীকে উদ্ধার করে আর্মেনিয়ায় নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে একটি বিশেষ বিমানে করে ভারতে পাঠানো হয় তাদের। পুরো প্রক্রিয়ায় ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে বর্তমানে প্রায় চার হাজার ভারতীয় নাগরিক রয়েছেন, যাদের মধ্যে অন্তত দুই হাজারই শিক্ষার্থী। তাদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যেই চালানো হচ্ছে ‘অপারেশন সিন্ধু’।
- এটিআর
প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন
সম্পর্কিত
পঠিত
মন্তব্য করুন