খুবির অর্থনীতি ডিসিপ্লিনের শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত

আল মামুন
প্রকাশ: ০৭ মে ২০২৫, ২১:১১
-681b7816cd536.jpg)
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেশনাল প্রোগ্রাম মাস্টার অব ডেভেলপমেন্ট অ্যান্ড পলিসি স্টাডিজ (এমডিপিএস) ২৫তম ব্যাচের শিক্ষার্থী মো. আব্দুল করিম (প্রায় ৩০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বুধবার (৭ মে) সকাল ৯টার দিকে সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাগুরা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতের চাচা শ্বশুর সাইফুল্লাহ জানান, আব্দুল করিম মোটরসাইকেলে করে পাওনা টাকা পরিশোধ করতে যাচ্ছিলেন। পথে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খান। পরে স্থানীয়রা দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত গভীর শোক প্রকাশ করে বলেন, আমরা আমাদের শিক্ষার্থী আবদুল করিমের অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার তার আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।
নিহতের সহপাঠীরা জানান, আব্দুল করিম ছিলেন অত্যন্ত ভদ্র, নম্র ও সহযোগিতাপরায়ণ একজন মানুষ। তার এই অকাল প্রয়াণে পুরো ব্যাচের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিএইচ/
সম্পর্কিত
পঠিত
মন্তব্য করুন