মার্জ হওয়া ৫ ব্যাংকের নাম হবে ইউনাইটেড ইসলামিক ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৮:৪৬

পাঁচটি সমস্যাগ্রস্ত শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংক একীভূত করে নতুন সরকারি ব্যাংক গঠনের উদ্যোগে ‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক’ নাম প্রায় চূড়ান্ত হয়েছে। ব্যাংক একীভূতকরণ টাস্কফোর্সের বেশিরভাগ সদস্য এ নামের পক্ষে মত দিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর আগামী কয়েক দিনের মধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে একীভূতকরণ প্রক্রিয়া শুরু করার অনুমোদন চাইবেন বলে জানা গেছে।
টাস্কফোর্স সূত্রে জানা যায়, সভায় গভর্নর ড. মনসুরের প্রস্তাবিত নাম ‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক’ অধিকাংশ সদস্য ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। এ সময় আল-আমানা ইসলামী ব্যাংক, আল-ইহসান ইসলামী ব্যাংক এবং আল-ফালাহ ইসলামী ব্যাংক নামও প্রস্তাব করা হয়েছিল।
প্রস্তুতকৃত খসড়া চিঠি বুধবার সন্ধ্যায় তৈরি করা হয়েছে, যা আগামী রোববার অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই নতুন ব্যাংক গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।
এ প্রসঙ্গে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ‘দ্রুত একীভূতকরণ প্রক্রিয়া এগিয়ে নেওয়া উচিত। এতে সাধারণ মানুষ স্বস্তি পাবে। দেরি হলে পরিস্থিতি জটিল হয়ে যেতে পারে।’
একজন টাস্কফোর্স সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘যেহেতু এটি একটি সরকারি ব্যাংক হবে, তাই এর গঠনতন্ত্র ও স্মারকলিপি তৈরির দায়িত্ব অর্থ মন্ত্রণালয়ের। আমরা খসড়া পাঠিয়েছি, এখন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছি।’
আরও পড়ুন
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরও বলেন, ‘বাজারজাতকরণের জন্য নাম খুবই গুরুত্বপূর্ণ। ইসলামী নাম প্রস্তাব হওয়ায় আমাদের কোনো আপত্তি নেই। তবে যদি কোনো ধর্মনিরপেক্ষ নাম প্রস্তাব করা হতো, তাহলে আমরা আপত্তি তুলতাম।’
এএইচএস/এএইচএস/