Logo

সারাদেশ

রবীন্দ্র কাছারিবাড়িতে দর্শনার্থী প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

Icon

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৫, ১৫:৫৮

রবীন্দ্র কাছারিবাড়িতে দর্শনার্থী প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ছবি : বাংলাদেশের খবর

সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত রবীন্দ্র কাছারিবাড়িতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি এক দর্শনার্থীর সঙ্গে অসদাচরণ ও মারধরের ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যার পরিপ্রেক্ষিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনস্থ ঐতিহ্যবাহী এই স্থাপনায় দর্শনার্থী প্রবেশ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (১১ জুন) সকালে রবীন্দ্র কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান বলেন, ‘অনিবার্য কারণে সাময়িকভাবে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। পুরো বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নজরদারিতে রয়েছে।’

শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, রোববার (৮ জুন) বিকেলে শাহ নেওয়াজ নামের এক দর্শনার্থী তার স্ত্রী ও ভাতিজাকে নিয়ে কাছারিবাড়িতে আসেন। প্রবেশের সময় টিকিট কাটলেও মোটরসাইকেল পার্কিংয়ের জন্য টাকা নেওয়া হলেও কোনো রশিদ বা টোকেন দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

এ নিয়ে নিরাপত্তা কর্মীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হলে তা পরে হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, তাকে অফিস কক্ষে আটকে রেখে মারধরও করা হয়।

এই ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। গত ১০ জুন তারা কাছারিবাড়ির সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে এবং অডিটোরিয়ামে ভাঙচুর চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হন শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান এবং থানা পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ইন্দো-ইউরোপীয় স্থাপত্যশৈলীতে নির্মিত এই দুইতলা ভবনটি বর্তমানে ‘রবীন্দ্র স্মৃতি জাদুঘর’ হিসেবে পরিচিত। কবিগুরুর পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ১৮৪০ সালে শাহজাদপুরের জমিদারি কিনে নেওয়ার পর কাছারিবাড়িটি ঠাকুর পরিবারের মালিকানায় আসে। জমিদারি তদারকির কাজে কবি একাধিকবার এখানে অবস্থান করেছিলেন।

১৯৬৯ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ভবনটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর