দেশে নতুন ২৮ জনের করোনা শনাক্ত

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ২১:২৫
-68542bda9dd76.jpg)
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে ৩৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৭ দশমিক ৩১ শতাংশ।
বৃহস্পতিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৩২ জনে। এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০৬ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে করোনাভাইরাস শনাক্তের হার মহামারির শুরু থেকে এ পর্যন্ত ১৩ দশমিক ০৫ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত ৩ জন রোগী শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন।
বিশেষজ্ঞরা করোনার নতুন উপধরনের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
এসআইবি/এমএইচএস
প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন
সম্পর্কিত
পঠিত
মন্তব্য করুন