জাটকা রক্ষায় লালমোহনে মৎস্য বিভাগের রেকর্ড অভিযান

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২৫, ১৭:৩৮

রেকর্ডসংখ্যক অভিযান চালিয়েছে লালমোহন উপজেলা মৎস্য বিভাগ /ছবি : বাংলাদেশের খবর
ভোলার লালমোহনে জাটকা সংরক্ষণের উদ্দেশে দুই মাসের অভয়াশ্রম কার্যক্রমে রেকর্ডসংখ্যক অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য বিভাগ। এ সময় ১১২টি অভিযান ও ১৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।
লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে জাটকা সংরক্ষণে অভিযান চালানো হয়। এ সময় ১৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
অভিযানে ৫৯ হাজার মিটার অবৈধ ইলিশ জাল ও ৩ লাখ ৯৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সাইদুর রহমান বলেন, ‘জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব ও উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের দিকনির্দেশনা এবং উপজেলা প্রশাসনের সহায়তায় এবারের অভয়াশ্রম কার্যক্রম অত্যন্ত সফল হয়েছে। জেলেরা নদীতে নামতে পারেনি, আর যারা নেমেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’
অভিযানে বাংলাদেশ কোস্টগার্ড ও থানা পুলিশের সদস্যরাও সহযোগিতা করেছেন বলে জানান তিনি।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ‘সীমিত জনবল নিয়েও লালমোহনের মৎস্য কর্মকর্তারা যেভাবে সফল অভিযান পরিচালনা করেছেন, তা প্রশংসার যোগ্য। এর ফলে ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে আমরা আশাবাদী।’
এস মেজবাহউদ্দিন/ওএফ
সম্পর্কিত
পঠিত
মন্তব্য করুন