ফরিদপুরে ব্রিজ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৮:১২

ফরিদপুরের ভাঙ্গায় ব্রিজ থেকে পড়ে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা গোল চত্বরে এই ঘটনা ঘটে।
নিহতের নাম নুরুদ্দিন (১৭)। সে নেত্রকোনারর মোহনগঞ্জ থানার কামাল হোসেনের ছেলে ও মোহনগঞ্জ আদর্শ বিদ্যালয়ের মানবিক বিভাগের এসএসসি-২০২৫ ব্যাচের শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষা শেষ করে বন্ধুদের সঙ্গে ৪১ দিনের তাবলীগ জামাতে এসেছিল নুরুদ্দিন। ৬ দিন পরে তার বাড়িতে ফেরার কথা ছিল। তাই বন্ধুদের সঙ্গে বিকেলে ভাঙ্গা গোল চত্বর দেখতে এসেছিল। এ সময় হঠাৎ ব্রিজের উপর থেকে নীচে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের বলেন, নুরুদ্দিন নামের এক তরুণকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। অবস্থা আশ্ঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
- মোসলেউদ্দিন/এটিআর
প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন
সম্পর্কিত
পঠিত
মন্তব্য করুন