বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব আজ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ মে ২০২৫, ০৯:২২

বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বুদ্ধ পূর্ণিমা’ আজ। এই দিনে গৌতম বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা— জন্ম, বোধিলাভ (বুদ্ধত্ব লাভ) ও মহাপরিনির্বাণ সংঘটিত হয়েছিল। বৈশাখী পূর্ণিমার এই দিনটি তাই বৌদ্ধদের কাছে সর্বাপেক্ষা পবিত্র ও তাৎপর্যপূর্ণ। এজন্যই দিনটি ‘বৈশাখী পূর্ণিমা’ নামেও পরিচিত।
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দিনটিকে কেন্দ্র করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা দেশজুড়ে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন। সকালে বিহারে বিহারে বুদ্ধ পূজা, শীল গ্রহণ, পিণ্ডদান ও ভিক্ষু সংঘকে দানসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন হচ্ছে। রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বৌদ্ধ বিহারগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
বুদ্ধধর্ম মতে, আজ থেকে আড়াই হাজার বছর আগে বৈশাখী পূর্ণিমার এই দিনেই গৌতম বুদ্ধের জন্ম, বোধিপ্রাপ্তি ও মহাপরিনির্বাণ ঘটে। এ উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীরা পরম শ্রদ্ধায় স্মরণ করছেন গৌতম বুদ্ধকে।
সম্পর্কিত
পঠিত
মন্তব্য করুন