
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১৭:৪৭
-6857ed465b5b5.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২টি চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র চারজন।
সীমান্তবর্তী ও পাহাড়ঘেরা এই উপজেলার তিন লাখেরও বেশি মানুষের জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছেন দায়িত্বরত স্বাস্থ্যকর্মীরা।
সরেজমিনে দেখা যায়, উপসহকারী কমিউনিটি মেডিক্যাল কর্মকর্তারাই এখন বিশেষজ্ঞ চিকিৎসকদের কক্ষে বসে বহির্বিভাগে রোগী দেখছেন। অপারেশন থিয়েটার, এক্স-রে মেশিন ও জেনারেটর দীর্ঘদিন ধরে অচল। যে কয়েকটি যন্ত্র চালু আছে, তা ব্যবহারের মতো পর্যাপ্ত চিকিৎসক নেই।
স্বাধীনতা-পূর্ববর্তী সময় থেকে চালু হওয়া এই স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০১০ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হলেও জনবল সংকট কাটেনি। বর্তমানে উপসহকারী মেডিক্যাল পদে ১২টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র পাঁচজন।
প্রতিদিন গড়ে ৩০০ রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে এলে হাসপাতালে দেখা দেয় চরম অব্যবস্থাপনা। রোগীরা অভিযোগ করে জানান, সকাল ১০টা থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও সময়মতো চিকিৎসাসেবা মিলছে না। শিশু ওয়ার্ডে একসঙ্গে একাধিক রোগী প্রবেশ করায় সৃষ্টি হচ্ছে কোলাহল, এতে চিকিৎসকরাও বিরক্ত হচ্ছেন।
হাসপাতালের অপারেশন থিয়েটারও প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে। নিয়মিত সার্জন না থাকায় যন্ত্রপাতি থাকলেও অপারেশন হচ্ছে না।
এ বিষয়ে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত বলেন, ‘গত তিন মাস ধরে আমরা মাত্র চারজন ডাক্তার দিয়ে রোগী দেখছি। নতুন ডাক্তার না এলে এই সংকট কাটবে না।’
উমর ফারুক আকাশ/এআরএস
সম্পর্কিত
পঠিত
মন্তব্য করুন