Logo

সারাদেশ

মাদক সেবন করে মাতলামি, যুবকের ৬ মাসের কারাদণ্ড

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৪:৫০

মাদক সেবন করে মাতলামি, যুবকের ৬ মাসের কারাদণ্ড

ছবি : বাংলাদেশের খবর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক সেবন করে মাতলামি ও অশ্লীল আচরণ করায় মো. আক্তার (৩৫) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ১শত টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মো. আক্তার উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সওদাগরপাড়া এলাকার বাসিন্দা মো. আবু কালাম মিয়ার ছেলে।

ইউএনও মো. মোশারফ হোসাইন জানান, শাহবাজপুর হাইস্কুল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. আক্তার মাদক সেবন করে মাতলামি ও অশ্লীল অঙ্গভঙ্গি করছিলেন। পরে সরাইল থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাকে ৬ মাসের কারাদণ্ড ও ১শত টাকা জরিমানা করা হয়।

রিমন খান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর