ফেনীতে সাংবাদিকের ওপর হামলার প্রধান আসামি গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৬:২৭

ওমর ফারুক। ছবি: সংগৃহীত
ফেনীতে সাংবাদিকের ওপর হামলা মামলার প্রধান আসামি ওমর ফারুক ওরফে জামাই ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার লালপোল এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, ডাকাতি ও লুটপাটসহ একাধিক মামলা রয়েছে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুজ্জামান জানান, তার বিরুদ্ধে থাকা মামলাগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
গত ২৬ ফেব্রুয়ারি দৈনিক ইনকিলাবে বালু লুটের তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক ওমর ফারুকের ওপর হামলা চালানো হয়। ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের সিলোনিয়া মাদ্রাসার সামনে এ হামলার ঘটনা ঘটে। মামলায় জামাই ফারুককে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, জামাই ফারুক যুবদলের কালিদহ ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক। তিনি পূর্ব গোবিন্দপুর এলাকার বাসিন্দা এবং কিছু সময় প্রবাসে ছিলেন। দেশে ফিরে তিনি পুনরায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
এমরান পাটোয়ারী/এআরএস
সম্পর্কিত
পঠিত
মন্তব্য করুন