নান্দাইলে যুবদলের মতবিনিময় সভা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৪:৪৪

ছবি : বাংলাদেশের খবর
ময়মনসিংহের নান্দাইলে গাংগাইল ইউনিয়ন যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) বিকেলে শাইলধরা বাজারে ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড যুবদল এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান। সঞ্চালনা করেন উপজেলা যুবদল নেতা শাকিল মাহমুদ।
সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। বক্তব্যে তারা যুবদলকে সংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাংগাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান ভূঁইয়া, ডা. সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবকদলের রোকন উদ্দিন আহমেদ, জেলা যুবদলের কামরুল ইসলাম, মাসুদ আলী মোড়ল, মিজানুর রহমান অভি, মো. আলমগীর খানসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সারোয়ার জাহান রাজিব/এআরএস
সম্পর্কিত
পঠিত
মন্তব্য করুন