বগুড়ায় সেনাবাহিনী-প্রশাসনের অভিযানে অবৈধ ক্লিনিক সিলগালা

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ২১:১৮
-685ac1bf50c95.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়া সদরের ঠনঠনিয়া জমজম ইসলামিয়া ক্লিনিকে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। অভিযানে ২৩টি মেডিকেল ইকুইপমেন্ট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম, বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নূর-ই-শাদী এবং সদর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট আল ফাহাদ অভিযানের নেতৃত্ব দেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ক্লিনিকের কর্মকর্তা ও কর্মচারীরা পালিয়ে যান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম জানান, ক্লিনিকটি বৈধ লাইসেন্স ছাড়া দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিল। সেখানে মারাত্মক অব্যবস্থাপনা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ ও ফ্রিজে পশুর মাংস পাওয়া গেছে।
অভিযানে ২৩টি মেডিকেল ইকুইপমেন্ট জব্দ করা হয়েছে। ক্লিনিক মালিক আব্দুল হাকিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জরিমানা করা যায়নি, কারণ কর্মকর্তা ও কর্মচারীরা পালিয়ে গিয়েছিলেন।
জুয়েল/এআরএস
প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন
সম্পর্কিত
পঠিত
মন্তব্য করুন