কানাডায় ক্যানো দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ী ও পাইলটের মৃত্যু

কানাডা প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১১:০০
-68466a5191192.jpg)
কানাডার অন্টারিও প্রদেশের প্রাকৃতিক লিনজি এলাকার একটি হ্রদে ক্যানো (নৌকা) উল্টে পানিতে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন দুই বাংলাদেশি। স্থানীয় সময় রোববার (৮ জুন) বিকেলে কাওয়ার্থা লেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বিজিএমইএ’র সাবেক ভাইস প্রেসিডেন্ট ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব এবং বাংলাদেশ বিমানের পাইলট ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু ।
বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার ফাউন্ডিং প্রেসিডেন্ট সুবির কুমার দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার দুপুর তিনটার দিকে টরন্টো থেকে প্রায় ১৫৫ কিলোমিটার দূরের ওই হ্রদে ক্যানো নিয়ে ঘুরতে যান ক্যাপ্টেন গুড্ডু, আব্দুল্লাহিল রাকিব এবং রাকিবের ছেলে। একপর্যায়ে হঠাৎ দমকা বাতাসে ক্যানো উল্টে গেলে রাকিবের ছেলে কোনোভাবে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুই বন্ধু পানিতে ডুবে যান।
খবর পেয়ে অন্টারিও প্রাদেশিক পুলিশের মেরিন ইউনিট, ফায়ার সার্ভিস এবং এভিয়েশন ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালিয়ে দুই বন্ধুর মরদেহ হ্রদ থেকে উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় কারও গায়ে লাইফ জ্যাকেট ছিল না।
দুই গুণী ব্যক্তির আকস্মিক মৃত্যুতে কানাডা প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক মাধ্যমে তাঁদের মৃত্যুতে শোক ও সমবেদনা জানাচ্ছেন দেশের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠান।
প্রসঙ্গত, ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু ছিলেন বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-এর অভিজ্ঞ ও প্রশিক্ষক ক্যাপ্টেন। অপরদিকে আব্দুল্লাহিল রাকিব ছিলেন পোশাক খাতের অন্যতম শীর্ষ উদ্যোক্তা ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।
এমএইচএস
প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন
সম্পর্কিত
পঠিত
মন্তব্য করুন