‘জুলাই অভ্যুত্থানে ছিন্নমূল মানুষেরাই গুলির সামনে বুক পেতে দিয়েছে’

জবি প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২৫, ২১:১২
-(24)-68581d62ce25a.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জুলাই-আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেছেন, সমাজে যারা কিশোর গ্যাং এবং যাদের সাথে চলতে-ফিরতে-বসতে আমরা অস্বস্তি অনুভব করি-সেই সকল ছিন্নমূল মানুষরাই জুলাইয়ের গণঅভ্যুত্থানে সবার আগে পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছে।
রোববার (২২ জুন) ইউনাইটেড পিপলস বাংলাদেশ-এর (আপ বাংলাদেশ) আয়োজনে ‘জুলাই ঘোষণাপত্র : জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আলী আহসান জুনায়েদ বলেন, ‘যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই-আগস্টে ছাত্র-জনতা এই দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে নিজের রক্ত ঢেলে দিয়েছে, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে রক্তের উপর দাঁড়িয়ে থাকা সরকার। আমরা জুলাইয়ে দেখেছি, এ দেশের ছাত্র-জনতা সকল ধরনের রাজনৈতিক আদর্শকে ছুঁড়ে ফেলে দিয়ে যেভাবে ফ্যাসিবাদকে হটিয়েছে, ঠিক সেভাবেই বাংলাদেশের পুনর্গঠনে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।’
তিনি আরও বলেন, ‘এই অভ্যুত্থানকে যতক্ষণ না বিপ্লবে পরিণত করা যাবে, ততক্ষণ পর্যন্ত সমাজের সচেতন মানুষদের জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। সমাজের সচেতন নাগরিকদের রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখা এবং প্রয়োজনে জীবন দেওয়ার কথাও ভাবতে হবে।’
ইউনাইটেড পিপলস বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাসুদ রানার সঞ্চালনায় আরও আলোচনা করেন- আপ বাংলাদেশের মুখপাত্র শাহরিন সুলতানা ইরা, জবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ বিলাল হোসাইন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল হক, শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম, ‘জাস্টিস ফর জুলাই’-এর কেন্দ্রীয় সদস্য সজিবুর রহমান এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক ফয়সাল মুরাদসহ আরও অনেকে।
জেএন/এমআই
প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন
সম্পর্কিত
পঠিত
মন্তব্য করুন